adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সেই কাভার্ডভ্যান চালক আটক- দাদার পাশে মাইশার দাফন

ডেস্ক রিপাের্ট : রাজধানীর কুড়িল ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহতের ঘটনায় চট্টগ্রাম থেকে এক কাভার্ড ভ্যানচালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। তাদের ঢাকায় আনা হচ্ছে।

শুক্রবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের ক্যান্টনমেন্ট জোনের অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম।

আটক চালকের নাম সাইদুল বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তার ও সহকারীর বিস্তারিত পরিচয় জানা যায়নি।

শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে খিলক্ষেত ফ্লাইওভারে অজ্ঞাত গাড়ির চাপায় মারা যান স্কুটি আরোহী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা মমতাজ। ওই ঘটনার পর অজ্ঞাত গাড়িটি শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ, যাতে এক কাভার্ড ভ্যানকে মাইশার স্কুটির পাশ দিয়ে যেতে দেখা যায়। এ সূত্র ধরেই চট্টগ্রাম থেকে এক কাভার্ডভ্যানচালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। তবে ওই কাভার্ডভ্যানের ধাক্কা বা চাপায় মাইশা নিহত হয়েছেন কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এদিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী মাইশার লাশ শুক্রবার সন্ধ্যায় তার গ্রামের বাড়ি গাজীপুরের কালিয়াকৈরে পৌঁছেছে। এসময় সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। বাড়িতে ছুটে আসেন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরাও। পুরো গ্রাম যেন স্তব্ধ হয়ে যায়।

প্রতিবেশীরা জানান, মিম খুবই মেধাবি ছিলেন। ২০১৮ সালে বাবার হাতে গড়া স্কুল থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছিলেন। পরে রাউকে স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে নর্থসাউথ ইউনিভার্সিটিতে ইংলিশে অনার্স করছিলেন।

মিমের বাবা নুর মোহাম্মদ মামুন জানান, এশার নামাজের পর মিমের জানাজা সম্পন্ন হয়। পরে তাকে তার দাদার কবরের পাশে দাফন করা হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2022
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া