adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ম্যারাথন ইনিংস খেলে প্রথম শতক মাহমুদুল জয়ের

স্পাের্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে শতক হাঁকিয়েছেন মাহমুদুল হাসান জয়। ম্যারাথন এক ইনিংস খেলে নিজের ক্যারিয়ারের প্রথম শতক তুলে নিলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই ব্যাটার। মাত্র তৃতীয় টেস্টেই শতকের দেখা পেলেন জয়।

এই ব্যাটারের শতকে লিটন ও ইয়াসিরকে হারালেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ ভালোই প্রতিরোধ গড়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৩৫ রান। জয় ১০০ রানে অপরাজিত আছেন।

ডারবান টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছেন এই ব্যাটার। বাংলাদেশের অন্য ব্যাটাররা ব্যাট হাতে খুব বেশি ভালো করতে না পারলেও ওপেনিংয়ে নামা জয় এক প্রান্তে নিখুঁত এক ইনিংস উপহার দিয়ে চলেছেন। ম্যাচের দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে ৪৪ রানে অপরাজিত ছিলেন জয়।

তৃতীয় দিন সকালে ব্যাটিং করতে নেমে একপাশে সঙ্গী তাসকিনকে হারালেও প্রথম সেশনে ফিফটি তুলে নেন এই ব্যাটার। ১৭০ বলের মাথায় সাইমন হার্মারকে স্ট্রেটে চার মেরে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক তুলে নেন জয়। এর আগে নিউজিল্যান্ডের মাটিতে ক্যারিয়ারের প্রথম ফিফটি পেয়েছিলেন জয়।

এরপর কিছুটা হাত খুলে খেলতে থাকেন জয়। তবে অপরপ্রান্তে সঙ্গী লিটন ও ইয়াসিরকে হারানোতে আবারও সাবধানী ক্রিকেট খেলতে থাকেন জয়। শেষ পর্যন্ত ২৬৯ বল খেলে কেশভ মহারাজের বল পয়েন্টে ঠেলে দিয়ে দুই রান নিয়ে শতকের আনন্দে মেতে ওঠেন এই ব্যাটার। শতক হাঁকানোর পথে ১০ চার ও ১ ছয় হাঁকান জয়।

টাইগার ক্রিকেটারদের মধ্যে দক্ষিণ আফ্রিকার মাটিতে জয়ের ১০০ সর্বোচ্চ ব্যক্তিগত টেস্ট ইনিংস। এর আগে মুমিনুল ৭৭ রান করেছিলেন ২০১৭ সালে।

বাংলাদেশি পেনারদের মধ্যেও দক্ষিণ আফ্রিকার মাটিতে এটি সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে ২০০২ সালে ওপেনিংয়ে আল শাহরিয়ার রোকন ৭১ রানের ইনিংস খেলেছেন। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দক্ষিণ আফ্রিকায় টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ বল খেলার কীর্তিও গড়েছেন জয়।

১০০ রানের ইনিংস খেলার পথে জয় খেলেছেন ২৭০ বল। যা এক ইনিংসে টাইগার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। এর আগে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের পক্ষে এক ইনিংসে সর্বোচ্চ ১৫০ বল খেলেছিলেন মুমিনুল।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2022
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া