adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মানবিক সংকট নিরসনে জাতিসংঘে ইউক্রেনের পক্ষে ভোট দিল বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রুশ হামলায় মানবিক সংকটের সৃষ্টি হয়েছে। লাখো বেসামরিক নাগরিকদের জীবন ঝুঁকিতে রয়েছে। ত্রাণ কার্যক্রমও ব্যাহত হচ্ছে। দেশটিতে দ্রুত মানবিক সংকট নিরসনে জাতিসংঘের সাধারণ পরিষদে আনা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি অধিবেশনে এ ভোটাভুটি হয়েছে।

একই সঙ্গে রুশ আগ্রাসনের ফলে ইউক্রেনে যে গুরুতর মানবিক সংকটের সৃষ্টি হয়েছে, সেজন্য ওই প্রস্তাবে রাশিয়ার সমালোচনা করা হয়।

গত বুধবার প্রস্তাবটি উত্থাপন করে ইউক্রেন। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৪০টি দেশ। ভোটদানে বিরত ছিল ৩৮ দেশ। আর প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে পাঁচটি দেশ। এই দেশগুলো হলো রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া ও সিরিয়া।

জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেছিলেন, ইউক্রেনের প্রস্তাবে সহিংসতা বন্ধ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে আহ্বান জানানো হয়েছে।

যদিও সাধারণ পরিষদের কোনো নির্দেশ মানতে বাধ্য নয় রাশিয়া।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া