adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রীতি ম্যাচে মালদ্বীপের কাছে হারলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মালদ্বীপের বিরুদ্ধে পেরে উঠলো না বাংলাদেশ দল। ঘরের মাঠে আধিপত্য দেখিয়ে ম্যাচ নিজেদের করে নিলো মালদ্বীপ। মাঠে নামার আগে লাল-সবুজ দলের প্রত্যয় ছিলো কলম্বোর স্মৃতি মালেতে পুনরাবৃত্তি করার। কিন্তু হলো না। হেরেই গেলো বাংলাদেশ।

রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৪ মার্চ) প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতেছে মালদ্বীপ। দুই অর্ধে একটি করে গোল পেয়েছে তারা।
বাংলাদেশ কোচ হিসেবে হাভিয়ের কাবরেরার পথচলা শুরু হলো হার দিয়ে। গত জানুয়ারিতেই স্প্যানিশ এই কোচের হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মাত্র চার দিনের প্রস্তুতি নিয়ে মালদ্বীপে গিয়ে ভরাডুবিই হয়েছে তার।
গত নভেম্বরে শ্রীলঙ্কার কলম্বোয় প্রাইম মিনিস্টার মহিন্দা রাজাপাকসে টুর্নামেন্টে আগের দেখায় মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সেটি ছিল ১৮ বছর পর দ্বীপ দেশটির বিপক্ষে লাল-সবুজ জার্সিধারীদের প্রথম জয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া