adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইঞ্জিনিয়ার হাদিসুরের মরদেহ আজ রাতে আসছে, নেওয়া হবে বরগুনার বেতাগীতে

নিজস্ব প্রতিবেদক : যুদ্ধের মধ্যে ইউক্রেনের বন্দরে আটকে পড়ার পর গোলায় নিহত বাংলার সমৃদ্ধির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের লাশ রাতে দেশে আসছে। বাংলাদেশ সময় রাত ৮টার দিকে তার মরদেহ রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছাবে। আগামীকাল সোমবার নিজ গ্রাম বরগুনার বেতাগীর হোসনাবাদে নেওয়া হবে হাদিসুরের মরদেহ।

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) মালিকানাধীন বাংলার সমৃদ্ধি জাহাজটি গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছে। ইউক্রেনে রাশিয়া হামলা শুরু করলে জাহাজটি ২৯ নাবিক-ক্রু নিয়ে আটকে পড়ে।

গত ২ মার্চ জাহাজটিতে রকেট হামলা হলে থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। পরদিন বেঁচে যাওয়া ২৮ নাবিককে উদ্ধার করা হয়। তাদেরকে মদদোভা ও রোমানিয়া হয়ে দেশে ফিরিয়ে আনা হয়। গেল বুধবার প্রাণে বেঁচে ফেরা ২৮ নাবিক দেশে ফিরলেও নানা প্রক্রিয়ার কারণে ফেরানো সম্ভব হয়নি হাদিসুরের মরদেহ। দেশে ফিরিয়ে আনতে তিনটি মিশন একত্রে কাজ করছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।

এদিকে পরিবারের একমাত্র অর্থ উপার্জনকারীকে হারিয়ে আহাজারি ও আর্তনাদে ভারী হয়ে আছে হাদিসুরের গ্রামের বাড়ি। ছেলে হারানো মা-বাবা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। আগে হাদিসের লাশ দেশে ফেরত না আশায় হতাশা থাকলেও লাশ ফেরার খবরে স্বস্তি প্রকাশ করেছেন পরিবারসহ এলাকাবাসী।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সুহৃদ সালেহীন জানিয়েছেন, বরগুনা জেলা প্রশাসনের সহযোগিতায় হাদিসুর রহমানের মরদেহ সোমবার বেতাগী উপজেলার তার নিজ গ্রামে এসে পৌঁছাবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া