adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বৈরশাসকদের মূল্য দিতে হবে, পুতিনের উদ্দেশ্যে জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, নেটো এবং যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে আছে।

তিনি বলেন, ইতিহাসে দেখা গেছে, আগ্রাসী আচরণের কারণে স্বৈরশাসকরা যদি মূল্য না দেয়, তাহলে তারা আরো বিশৃঙ্খলা তৈরি করবে।

তিনি বলেন কোন রকম উসকানি ছাড়াই রাশিয়া পূর্ব-পরিকল্পিতভাবে ইউক্রেনে হামলা করেছে।

মি. বাইডেন বলেন, ‘স্বাধীনতাকামী জাতিরা’ একজোট হয়ে আমেরিকার পাশে এসে দাঁড়িয়েছে। “পুতিন ভুল ছিল। আমরা তৈরি ছিলাম,” বলেন প্রেসিডেন্ট বাইডেন।

স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে এসব কথা বলেন জো বাইডেন।

তার এই ভাষণ এখনো চলছে।

ইউক্রেনের জনগনের প্রশংসা করে মি. বাইডেন বলেন, তারা হচ্ছে ‘শক্তিশালী প্রাচীরের’ মতো, যেটা কেউ ধারণা করেনি।

“ছয়দিন আগে পুতিন চেয়েছিল স্বাধীন পৃথিবীর ভিত্তি নাড়িয়ে দিতে। সে ভেবেছিল তার মতো করে এটা বাঁকা করতে পারবে।”

“কিন্তু তার হিসেব ছিল পুরোপুরি ভুল,” বলেন মি. বাইডেন। -বিবিসি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া