adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রুশ সেনাদের ঠেকাতে ইউক্রেনের নতুন কৌশল

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধে এখন পর্যন্ত (তৃতীয় দিন) ইউক্রেনের ১৯৮ বেসামরিক নাগরিক নিহত ও ১ হাজার ১১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া রাশিয়ার সাড়ে ৩ হাজার সৈন্য নিহত এবং ২০০ জনকে বন্দি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী।

এদিকে যুদ্ধের চতুর্থ দিনেও ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় তুমুল লড়াই চলছে। এরইমধ্যে ইউক্রেনের ভাসিলকিভের একটি প্রাকৃতিক গ্যাস পাইপলাইনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সেনারা। কোনোভাবেই যেন রুশ সেনাদের ঠেকানো যাচ্ছে না। এমন অবস্থায় নতুন কৌশল অবলম্বন করেছে ইউক্রেন।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, রুশ বাহিনীকে বিভ্রান্ত করতে ইউক্রেনের পথে পথে থাকা দিকনির্দেশনার চিহ্ন মুছে দিচ্ছে দেশটির সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা একটি কোম্পানি। এতে শহরের ভেতরে রুশ সেনারা চরম বিপাকে পড়বে বলে ধারণা তাদের।

ইউক্রেনীয় প্রতিষ্ঠান উক্রভটোড তাদের ফেসবুক পেইজে জানিয়েছে, শত্রুদের যোগাযোগে দুর্বলতা রয়েছে। তারা ভূখণ্ডে সঠিকভাবে চলাচল করতে পারে না। আসুন তাদের নরকে যেতে সাহয্য করি।

ফেসবুকে কোম্পানিটি সড়কের চিহ্নের একটি এডিট করা ছবি পোস্ট করে। এতে নিকটস্থ শহর নির্দেশক শব্দগুলোর পরিবর্তে অশ্লীল কিছু শব্দ বসিয়ে দেয়া হয়। সূত্র: আল-জাজিরা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2022
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া