adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বব্যাপী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় একদিনে মৃত্যু ১০ হাজারের উপরে, আক্রান্ত সাড়ে ১৭ লাখ

আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারিতে গত ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু হয়েছে ১০ হাজার ৪৪৫ জনের। এসময়ের মধ্যে শনাক্ত হয়েছে ১৭ লাখ ৭৪ হাজার ৩০৫ জন।

বৃহস্পতিবার সকালে করোনা সংক্রমণ, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা প্রায় দুই হাজার বেড়েছে। বিশ্বে এখন মৃতের সংখ্যা দাড়িয়েছে ৫৯ লাখ ৩৫ হাজার ৫৮১।

২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় শনাক্ত বেড়েছে দেড় লাখেরও বেশি। এতে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ কোটি ৯৭ লাখ ৮১ হাজার ৯৯৮ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে জার্মানিতে। দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছে দুই লাখ ১৯ হাজার ৮৫৯ জন এবং মৃত্যু হয়েছে ২৫৩ জনের। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে এক কোটি ৪০ লাখ ৯২ হাজার ৬২১ জন। মারা গেছে এক লাখ ২২ হাজার ৬২২ জন।

২৪ ঘণ্টায় মৃত্যুর হিসাবে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এই সময়ের মধ্যে দেশটিতে মারা গেছে দুই হাজার ৪২০ জন, আর শনাক্ত হয়েছে ৭১ হাজার ৩৭৭ জন। করোনায় বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এখন পর্যন্ত আট কোটি তিন লাখ ৬৬ হাজার ৬৯৭ জন আক্রান্ত এবং নয় লাখ ৬৬ হাজার ৩৯৩ জনের মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্ত বিবেচনায় বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত। তবে মৃত্যুর দিক থেকে তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে শনাক্ত হয়েছে ১৩ হাজার ৪৭৬ জন। মারা গেছে ৩০২ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে চার কোটি ২৮ লাখ ৮০ হাজার ৫০৭ জন এবং মারা গেছে পাঁচ লাখ ১২ হাজার ৯৫৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2022
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া