adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে `আক্রমণ` বলতে নারাজ চীন

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে ‘আক্রমণ’ বলতে অস্বীকৃতি জানিয়ে সব পক্ষকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে চীন।

একইসঙ্গে, ইউক্রেনে অবস্থানরত নিজেদের নাগরিকদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে চীন। গাড়িতে করে কোথাও যাওয়ার প্রয়োজন হলে চীনের পতাকা প্রদর্শন করে সতর্কতা অবলম্বন করারও পরামর্শ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং বলেছেন, `চীন সাম্প্রতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেজন্য আমরা সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানাচ্ছি।’

আক্রমণ শব্দটি ব্যবহারের বিষয়ে বেইজিংয়ে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, `এটি সম্ভবত চীন এবং আপনারা যারা পশ্চিমা, তাদের মধ্যে একটি পার্থক্য। আমরা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে পৌঁছাব না।’

`আক্রমণের সংজ্ঞার বিষয়ে আমি মনে করি, আমাদের ইউক্রেনের বর্তমান পরিস্থিতিকে কীভাবে দেখতে হবে সেদিকে ফিরে যাওয়া উচিত। ইউক্রেনের ইস্যুটির অন্যান্য অত্যন্ত জটিল ঐতিহাসিক পটভূমি রয়েছে, যা আজও বিদ্যমান। সবাই যা দেখতে চায়, তা নাও হতে পারে’, যোগ করেন হুয়া চুনয়িং।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2022
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া