adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মিরাজ ও আফিফ বীরত্বে আফগানিস্তানের বিরুদ্ধে জিতলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেটের নির্ভরতার প্রতীক সাকিব (১০), তামিম (৮) মুশফিক (৩) মাহমুদউল্লাহ (৮) ও লিটন দাস (১) যেখানে ব্যর্থ, সেখানে মাথা উচু করে দাঁড়িয়ে বাংলাদেকে জেতালেন সর্বশেষ মিডলঅর্ডার ব্যাটার মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেন। ৪৫ রানের মধ্যে টপাটপ ৬ উইকেটের পতনে অনেকটা পরাজয়ের মুখে লাল-সবুজের দল।

ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে এই দু’জনের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশের ক্রিকেটাকাশে জমে থাকা মেঘ কেটে যায়। ৪৮ দশমিক ৫ ওভারে ৬ উইকেটে ২১৯ রান করে টাইগাররা। এই দু’জন ২২৫ বলের মোকাবিলায় ১৭৪ রানের কল্যাণে ৪ উইকেটে ম্যাচ জিতে তামিমের দল। আফিফ ৯৩* ও মিরাজ ৮১* রান করেন। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেলেন মেহেদী মিরাজ। আফিফের এটাই ওয়ানডে ক্যারিয়ারে প্রথম অর্ধশতক।

সকালে টস জিতে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি বললেন, উইকেট ব্যাটিংয়ের জন্য দারুণ। কিন্তু সেই উইকেটে খুব ভালো ব্যাটিং আফগানরা করতে পারল না। বাংলাদেশের পেস-স্পিনের সম্মিলিত আক্রমণে তারা গড়তে পারল না খুব চ্যালেঞ্জিং স্কোর। চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বুধবার ২১৫ রানে অলআউট আফগানিস্তান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2022
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া