adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালের ওপর বাড়ি, সিটি কর্পােরেশনের উচ্ছেদ ঠেকাতে মানবিকতার দোহাই

ডেস্ক রিপাের্ট : খাল দখল করে বাড়ি নির্মাণ। এখন সিটি করপোরেশনের অভিযানে উচ্ছেদের পালা। তবে অবৈধভাবে নির্মিত দশ ও এগারোতলা বিশিষ্ট বাড়ি দুটির ফ্ল্যাট মালিক ও বাসিন্দারা মরিয়া সেই উচ্ছেদ ঠেকাতে। রীতিমতো মেয়রের কাছে আবেদনে দেখিয়েছেন মানবিকতার দোহাই।

খালের নাম কাটাসুর। ঢাকার মোহাম্মদপুরে একসময় বয়ে যাওয়া খালটি এখন মৃত। চিহ্নমাত্র না থাকা সেই খালটিকে পুনরুজ্জীবন দিতে সচেষ্ট হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

গত ২৩ জানুয়ারি খালটি উদ্ধারে নেমে দখল করে নির্মিত বহু স্থাপনা পেয়েছে ডিএনসিসি। সেদিনই বাধার মুখে পড়েন খোদ মেয়র আতিকুল ইসলামসহ উচ্ছেদ অভিযানে থাকা কর্মকর্তারা।

এরপরও নিয়মিত অভিযান চালিয়ে বেশ কিছু ভবন ও স্থাপনা উচ্ছেদ করেছে নগর কর্তৃপক্ষ। এখন এসে থেমেছে দশতলা ও এগারোতলা ভবন দুটির সামনে। সেগুলোও গুড়িয়ে দেওয়া হবে।

তবে অবৈধ ভবন দুটি রক্ষায় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বরাবর চিঠি দিয়েছে ফ্লাট মালিকরা। একটি দুটিও নয়, ৩৫টি চিঠি জমা পড়েছে মেয়রের দপ্তরে। দেওয়া হয়েছে মানবিকতার দোহাই।

উত্তর সিটির নগর ভবন ও ভবন দুটির বাসিন্দাদের সূত্রে চিঠির বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। মেয়রের দপ্তরে ওই দুই ভবন না ভাঙার বিষয়ে মোট ৩৫টি আবেদন জমা পড়ার কথা জানিয়েছেন ডিএনসিসির তথ্য কর্মকর্তা পিয়াল হাসান।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাশাপাশি দাঁড়িয়ে থাকা ভবন দুইটির মাঝ বরাবর খালের জায়গা। খাল খনন করতে একটি ভবনের প্রায় ১০ ফুট ও অপর একটি ভবনের প্রায় ২০ ফুট ভাঙতে হবে। উচ্ছেদ ঠেকাতে এরই মধ্যে কিছু চেষ্টা চালিয়েছে ভবন মালিক ও ফ্লাট মালিকরা। সকল চেষ্টায় ব্যর্থ হয়ে এবার উত্তর সিটি মেয়রের কাছে ভবনটি না ভাঙতে আবেদন জানিয়েছেন তারা। – ঢাকাটাইমস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2022
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া