adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনাকে হারিয়ে বিপিএলে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখলাে মিনিস্টার গ্রুপ ঢাকা

নিজস্ব প্রতিবেদক : পা ফসকালেই খাঁদে পড়ে যেত মিনিস্টার ঢাকা। খুলনা টাইগার্সের বিপক্ষে তারকাবহুল ঢাকা আজ হারলেই ছিটকে পড়ত টুর্নামেন্ট থেকে। সেটি আর হয়নি, বরং উল্টো বিপদে পড়ল খুলনা।

ঢাকার আর একটা ম্যাচ বাকি লিগে। এই ম্যাচটা হারলেও প্লে-অফে যেতে পারবে না বলা চলে। এদিকে খুলনার বাকি আরও দুটি ম্যাচ।
সিলেট পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে খুলনার দেওয়া ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রোমাঞ্চকর লড়াই শেষে ২০তম ওভারে ৫ উইকেটে জয় পেয়েছে ঢাকা।

স্বল্প রান তাড়া করতে নেমে ঢাকার দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরান উজ্জামান সমান ৬ রান করে ফেরেন সাজঘরে। এরপর জহুরুল ইসলাম ও মাহমুদউল্লাহ রিয়াদ মিলে জুটি বাঁধেন ৫৭ রানের। যদিও দু’জনের জুটি থেকে রান আসে মন্থর গতিতে।
জহুরুলকে ৩০ (৩৫) রানে সাজঘরে ফেরান রুয়েল মিয়া। এরপর শামসুর রহমান শুভকে নিয়ে আরও ৩২ রান যোগ করে থিসারা পেরেরার বলে সাজঘরে ফেরেন মাহমুদউল্লাহ। ৩৬ বলে ৩৪ রান করা মাহমুদউল্লাহ’র বিদায়ের পর শুভর ২৫ (১৪) রানে বিদায়ে বিপাকে পড়ে যায় দল।

উনিশতম ওভারে সৈয়দ খালেদ আহমেদের দুর্দান্ত বোলিং, মাত্র ৪ রান দেওয়ায় আরও বিপদে পড়ে যায় খুলনা। জিততে হলে শেষ ওভারে ১১ রানের সমীকরণের সামনে পড়ে ঢাকা।

তবে শুভাগত হোম সব সমীকরণ উড়িয়ে দিয়ে থিসারা পেরেরার করা ওভারের প্রথম বলেই মাথার ওপর দিয়ে হাঁকান ছক্কা। পরের বলে এক্সট্রা কাভার দিয়ে ছক্কা হাঁকিয়ে ঢাকাকে জয় এনে দেন তিনি।

খুলনার হয়ে ২ উইকেট নেন থিসারা পেরেরা। ১টি করে উইকেট নেন নাবিল সামাদ, রুয়েল মিয়া ও খালেদ আহমেদ।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বেশ বিপাকে পড়তে হয় খুলনাকে। শুরুতেই পাঁচ ব্যাটারের বিদায় মাত্র ৩২ রানে। রুবেল হোসেন ও আরাফাত সানির বলে দিশেহারা হয়ে পড়েন মুশফিক-সৌম্যরা।

সৌম্য সরকারকে ১ রানে ফেরান রুবেল হোসেন। জাকের আলী (৫), আরেক ওপেনার আন্দ্রে ফ্লেচার ১২ বলে ৬ রান করে ফেরেন আরাফাত সানির বলে ক্যাচ দিয়ে। বোল্ড হয়ে ফেরা ইয়াসির আলীকে রানের খাতা খুলতে দেননি সানি।

দলের বিপাকে মুশফিকুর রহিম ও শেখ মেহেদী খানিক চেষ্টা করলেও বৃথা যায় আজমাতুল্লাহ ওমরজাইয়ের কল্যাণে। দু’জনের ২০ রানের জুটি ভাঙে ১২ রান করা মুশফিকের বোল্ড হয়ে ফেরার মধ্য দিয়ে। শেখ মেহেদীকে ১৭ রানে ফেরান কায়েস আহমেদ।

দলীয় ৫৮ রানে ৬ উইকেট হারানোর পর সিকান্দার রাজা জ্বলে ওঠেন ব্যাট হাতে। শেষ পর্যন্ত ৫টি চার ও ৪টি ছয়ে ৫০ বলে ৬৪ রান করেন সিকান্দার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2022
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া