adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শপথ নিলেন নিপুণ, এখন কী করবেন জায়েদ খান?

বিনোদন ডেস্ক : রােববার বিকালে এফডিসিতে আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। এর মধ্য দিয়ে প্রথম অভিনেত্রী হিসেবে চলচ্চিত্র শিল্পী সমিতিতে সাধারণ সম্পাদকের চেয়ারে বসলেন তিনি। এদিন নিপুণের সঙ্গে তার প্যানেল থেকে বিজয়ী সকল প্রার্থীই শপথ নেন। প্রথমে নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথ পাঠ করান সাবেক সভাপতি মিশা সওদাগর। এরপর বাকিদের শপথ পড়ান ইলিয়াস কাঞ্চন।

এ বিষয়ে জায়েদ খানের মন্তব্য কী? কী পদক্ষেপ নেবেন তিনি? রবিবার সারাদিন এফডিসিতে দেখা যায়নি এই অভিনেতাকে। বিকালে শপথ অনুষ্ঠানে যাননি তার প্যানেলের বিজয়ী প্রার্থীরাও। এরপর রাতে ফোনে যোগযোগ করা হয় জায়েদ খানের সঙ্গে। তিনি দাবি করেন, ‘আমি এখনো নির্বাচিত সাধারণ সম্পাদক। নিপুণ গায়ের জোরে শিল্পী সমিতিতে বসেছেন। আমি আইনি প্রক্রিয়ায় এগোচ্ছি। ১৭৬ জন ভোটার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাদের সম্মান আমাকে রাখতেই হবে।’

দুইবারের সাধারণ সম্পাদক অভিযোগ করে, ‘আমার প্রার্থিতা বাতিলের আগের রাতে বনানীর একটি রেস্তোরাঁয় এ সম্পর্কে নীলনকশা তৈরি হয়েছে। সোহানুর রহমান সোহান ও মোহাম্মদ হোসেনকে নিয়ে এই নীলনকশা বানিয়েছেন নিপুণ। আমার কাছে সেই তথ্য আছে। অবৈধভাবে নির্বাচিত সাধারণ সম্পাদককে যেন শপথ না পড়ানো হয় তার জন্য আমি সোহানুর রহমান সোহান ও মোহাম্মদ হোসেনকে আইনি নোটিশ পাঠাই। তারা আইন মানেননি। এখন একটাই পথ, আইনি প্রক্রিয়ায় লড়াই চালিয়ে যাওয়া।’

গত ২৮ জানুয়ারি এফডিসিতে অনুষ্ঠিত হয় শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন। পরদিন ভোররাতে ঘোষণা হয় ফলাফল। এবার গত দুইবারের সভাপতি মিশা সওদাগরকে হারিয়ে নতুন সভাপতি হয়েছেন ইলিয়াস কাঞ্চন। তবে জায়েদের কাছে ১৩ ভোটে হেরে যান সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ। ফল ঘোষণার দিনই তিনি আপিল বোর্ডে পুনরায় ভোট গণনার জন্য আবেদন করেন। পাশাপাশি জায়েদের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তোলেন।

ওইদিন পুনরায় ভোট গণনার পর আপিল বোর্ড জানিয়ে দেয়, জায়েদ খানই জিতেছেন। হাল ছাড়েননি নিপুণ। তিনি পরবর্তীতে জায়েদ ও তার প্যানেলের আরেক জয়ী প্রার্থী চুন্নুর বিরুদ্ধে অভিযোগ করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ে। সেখান থেকে এক চিঠির মাধ্যমে আপিল বোর্ডকে নির্দেশনা দেওয়া হয় নিপুণের অভিযোগের ব্যাপারে তদন্ত করে সিদ্ধান্ত নিতে। আপিল বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত হবে বলেও চিঠিতে জানায় মন্ত্রণালয়।

এর পরই একটি বৈঠক ডাকেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। গেল শনিবার বিকাল চারটায় এফডিসিতে শিল্পী সমিতির কার্যালয়ে হওয়ার কথা ছিল ওই বৈঠক। সেখানে বাদী নিপুণ এবং বিবাদী জায়েদ খান ও চুন্নুকে হাজির থাকতে বলা হয়। কিন্তু এদিন নিপুণ বৈঠকে হাজির হলেও এফডিসিতে পা রাখেননি দুই অভিযুক্ত। এরপর একপক্ষকে নিয়ে বৈঠক করেই তাদের সিদ্ধান্ত জানিয়ে দেয় আপিল বোর্ড।

জায়েদ খান এর আগে ২০১৭-১৯ এবং ২০১৯-২১ মেয়াদে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলেছেন। এবার তিনি হ্যাট্রিক জয় পেয়েছিলেন। কিন্তু সেটি ধরে রাখতে পারেননি। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে খোয়ালেন প্রার্থিতা। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন নিপুণ। হয়ে গেলেন শিল্পী সমিতির প্রথম নারী সাধারণ সম্পাদক। এখন জায়েদ এ ব্যাপারে কতটুকু কী করতে পারেন, সেটাই দেখার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2022
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া