adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দেশের ২ কোটি মানুষের মাথাপিছু আয় ১০ হাজার ডলার

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদতথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ

দেশের ২ কোটি মানুষের মাথাপিছু আয় এখন ১০ হাজার ডলার বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে ২৭৫৪ ডলার মাথাপিছু আয় সম্ভব হতো না।

শনিবার (৫ ফেব্রুয়ারি) মতিঝিলের এফবিসিসিআই কার্যালয়ে মুজিব কর্নার ও নান্দনিক ডিরেক্টরস লাউঞ্জ উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, জিডিপির আকারে বাংলাদেশ এখন বিশ্বে ৩০তম অর্থনীতির দেশ। আমরা কিছুদিন পর ২৪তম হবো। বিশ্ব ব‍্যাংকের ভাইস চেয়ারম্যান বলেছেন, ৩১ সালের মধ্যে বাংলাদেশ উচ্চ মধ‍্যম আয়ের দেশে রূপান্তরিত হবে। বাংলাদেশ আরও আগে এগিয়ে যেত যদি না সাংঘর্ষিক রাজনীতি না থাকত।
এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, করোনা বিশ্ব‍ব‍্যাপী অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের ট্যুরিজম, হোটেল ও পরিবহন সেক্টর ক্ষতিগ্রস্ত হলেও ততটা হয়নি। আমাদের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে। এটি ব‍্যবসায়ীদের কারণে হয়েছে।

তিনি বলেন, লকডাউন কোন সল‍্যুশন নয়। গতবছর বিশ্বের অনেক দেশে ঢালাও ভাবে লকডাউন দেওয়া হলেও এ বছর কোন দেশে তেমনভাবে লকডাউন দেয়নি। করোনার সংক্রমণ কমাতে মাস্ক পরা ও স্বাস্থ‍্যবিধি মানার বিকল্প নেই। এগুলো মেনে চললেই সংক্রমণ কমে যাবে।

জসিম উদ্দিন বলেন, আমাদের দেশে শিক্ষিত লোকের অভাব নেই। তবে দক্ষ লোকের অভাব রয়েছে। ১০ হাজার টাকা দিয়ে এমএ পাস ছেলেকে কাজ করানো যায়, তবে একজন ড্রাইভার পাওয়া যায় না। একটি ছেলে এসএসসি পাস করলেই বুঝা যায় সে কোন কাজে দক্ষতা অর্জন করতে পারবে। তাকে সেভাবে দক্ষ করে তুলতে হবে। সরকারের কাছে দক্ষ জনশক্তি তৈরির আহ্বান জানাচ্ছি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2022
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া