adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দামেস্কে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাল সিরিয়ার সেনারা

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের যুদ্ধ কবলিত দেশ সিরিয়ার রাজধানী দামেস্ক লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। তবে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, রাজধানী দামেস্ক এবং নিকটবর্তী আল-রাইকা শহরের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে ইহুদিবাদী ইসরাইলের বিমান থেকে রবিবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটের সময় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। তবে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র সিরিয়ার সেনারা ধ্বংস করতে সক্ষম হয়।

সেনাবাহিনীর একটি সূত্র সানাকে জানিয়েছে, ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলার কারণে সিরিয়ার কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সিরিয়ার লাতাকিয়া সমুদ্র বন্দরের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর এক মাস পর ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী এই হামলা চালালো।

২০১১ সাল থেকে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট উগ্র তাকফিরি সন্ত্রাসীদের সহিংসতা কবলে রয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের নামে মার্কিন সেনারা দেশটির বিভিন্ন স্থানে দখলদারিত্ব কায়েম করে পরিস্থিতি আরো জটিল করেছে। এরপরও রাশিয়া, ইরান ও হিজবুল্লাহর সহযোগিতায় সিরীয় বাহিনী দেশটিতে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে বিরাট সফলতা অর্জন করেছে এবং সন্ত্রাসীদের চূড়ান্ত পতনের মুখে ফেলেছে। এ অবস্থায় এসব সন্ত্রাসীর মনোবল চাঙ্গা রাখতে ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে একের পর এক হামলা চালানোর চেষ্টা করছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2022
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া