adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এফডিসির এমডির পদত্যাগ দাবি, পীরজাদা হারুনকে অবাঞ্ছিত ঘোষণা

বিনােদন ডেস্ক : শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে পরিচালক-প্রযোজক ও টেকনিশিয়ানদের এফডিসিতে ঢুকতে না দেওয়ায় সেখানকার এমডি নুজহাত ইয়াসমিনের পদত্যাগ দাবি করেছে চলচ্চিত্রের ১৮টি সংগঠন। এছাড়া নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা অভিনেতা পীরজাদা হারুনকে অবাঞ্ছিত ঘোষণাও করেছেন সংগঠনগুলোর নেতারা।

শনিবার এফডিসিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনগুলোর পক্ষে নির্মাতা সোহানুর রহমান সোহান এই দাবির কথা জানান। শুক্রবার এফডিসিতে নির্মাতা ও প্রযোজকদের ঢুকতে না দেওয়ার ঘটনাকে তিনি অপমানজনক বলে উল্লেখ করে এফডিসির এমডি নুজহাত ইয়াসমিনের পদত্যাগ চান। দাবি না মানলে রবিবার থেকে এফডিসিতে লাগাতার কর্মবিরতি ও মানববন্ধন করার হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রনাট্যকার-পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, গাজী মাহবুব ও প্রযোজক মোহাম্মদ ইকবালসহ অনেকে।

শুক্রবার ভোট চলাকালে এফডিসিতে ঢুকতে গিয়ে বাধার মুখে পড়েন প্রবীণ পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। তাকে ঢুকতে দেওয়া হয়নি। এমনকী, গেটে যারা দায়িত্বে ছিলেন, তারা পরিচালককে চেনেন না বলেও মুখে ওপর বলে দেন। এ ঘটনায় পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্ষোভ প্রকাশ করেন নির্মাতা।

দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘এফডিসির জন্ম থেকে আমি এখানে। সবচেয়ে বেশি সিনেমার চিত্রনাট্য আমি লিখেছি। সবচেয়ে বেশি সিনেমা পরিচালনা করেছি। আমি পরিচালকদের পরিচালক। অথচ আমাকেই নাকি চেনে না। আমাকেই ঢুকতে দিল না।’

দেলোয়ার জাহান ঝন্টুর মতো ক্ষোভ প্রকাশ করেন পরিচালক দেবাশীষ বিশ্বাসও। তিনি বলেন, ‘আমরা সিনেমা বানাই অথচ আমাদের এফডিসিতে ঢুকতে নাকি পাস লাগবে। তাহলে আমরাও নিয়ম করব। আামদের সিনেমার শুটিং যখন চলবে তখন কোনো শিল্পী বা কলাকুশলীকে আমরা এফডিসিতে ঢুকতে দেব না। বলব যাও পাস নিয়ে আসো।’

এবারের নির্বাচনে আপিল বিভাগের দায়িত্বে ছিলেন নির্মাতা সোহানুর রহমান সোহান। শুক্রবার ভোট চলাকালে পরিচালক-প্রযোজকদের এফডিসিতে ঢুকতে না দেওয়ার বিষয়টা তিনিও ভালো চোখে দেখেননি। এছাড়া এদিন এফডিসির এমন কড়া নিরাপত্তা ব্যবস্থার সমালোচনা করেন ইলিয়াস কাঞ্চনও।

এক সময়ের জনপ্রিয় এই নায়ক এবার সভাপতি পদে নির্বাচন করেছেন, জিতেছেনও। শুক্রবার ভোট চলাকালে এফডিসির নিরাপত্তার প্রসঙ্গ টেনে কাঞ্চন বলেন, ‘এখানে তো সন্ত্রাসী কর্মকান্ড হচ্ছে না। ভোট হচ্ছে। এখানে শিল্পীরা আসবে, পরিচালক-প্রযোজকরা আসবেন। এত নিরাপত্তার তো দরকার ছিল না।’

শনিবার ওই ঘটনা নিয়েই সংবাদ সম্মেলন করেছেন ১৮ সংগঠনের নেতারা। সেখানে সোহানুর রহমান সোহান বলেন, ‘নির্বাচনে আমাদের বাধা না দিতে এফডিসি এবং নির্বাচন কমিশনকে বারবার জানিয়েছিলাম। তাতে কোনো কাজ হয়নি। আমাদের এফডিসিতে ঢুকতে দেওয়া হয়নি। তাই আমরা এমডির অপসারণ চাই। এমডির কুশপুত্তলিকা তৈরি করে সেখানে সব সংগঠন ‘এমডির অপসারণ চাই’ লিখব।’

এছাড়া শিল্পী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা অভিনেতা পীরজাদা শহীদুল হারুনকে অবাঞ্চিত ঘোষণাও করেছেন ১৮ সংগঠনের নেতারা। এ প্রসঙ্গে সোহান বলেন, ‘হারুনই পুলিশ প্রশাসনকে নির্দেশনা দিয়েছিলেন পরিচালক, প্রযোজক, টেকনিশিয়ানরা যেন ভোটের দিন এফডিসিতে ঢুকতে না পারেন।’

তাই পীরজাদা শহীদুল হারুনকে আগামীতে কোনো সিনেমায় নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির সোহানুর রহমান সোহান। তিনি বলেন, ‘হারুনকে এফডিসিতেও ঢুকতে দেওয়া হবে না। আজ থেকে তাকে একদমই অবাঞ্ছিত করা হলো।’

নজিরবিহীন নিরাপত্তায় শুক্রবার অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন। এ উপলক্ষে এফডিসিতে মোতায়েন ছিল ৩০০ পুলিশ সদস্য। প্রার্থী, ভোটার এবং নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ছাড়া সেখানে কারও ঢোকার অনুমতি ছিল না। এমনকি, চলচ্চিত্র পরিচালক-প্রযোজকরাও না। – ঢাকাটাইমস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া