৪৪ বছরে প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে গ্রান্ডস্ল্যাম জিতলেন অ্যাশলে বার্টি
স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে ১৯৭৮ সালের পর প্রথম অস্ট্রেলিয়ান হিসাবে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন অ্যাশলে বার্টি। চতুর্থ আমেরিকান প্রতিদ্বন্দ্বী ড্যানিলেয়ন কলিন্সকে সরাসরি ৬-৩, ৭-৬ গেমে পরাজিত করেন বিশ্বের এক নম্বর মহিলা এককের তারকা। গত বছর সেমিফাইনালে স্বপ্নভঙ্গ হলেও, এবার খেতাব উঠলো বার্টির হাতেই।
২০১৯ সালে ফরাসি ওপেন এবং গত বছর উইম্বলডন জিতেছিলেন বার্টি। এটি তার ক্যারিয়ারের তৃতীয় গ্রান্ডস্ল্যাম। প্রতিযোগিতায় একটিও সেট না খুইয়ে নিজের তৃতীয় স্ল্যাম জিতলেন বার্টি।
বিশ্বের ২৭ নম্বর তারকা ড্যানিয়েলকে ৩২ মিনিটে হারিয়ে প্রথম সেট জেতার পর দ্বিতীয় সেট জিততে অনেক ঘাম ঝড়াতে হয়েছে বার্টিকে। এই সেটে দুর্দান্ত প্রতিরোধ গড়েন ড্যানিয়েলও। শেষ পর্যন্ত জয়মাল্য নিয়ে মাঠ ছাড়েন বার্টি। – হিন্দুস্তানটাইমস