adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টেনিস থেকে অবসরের সিদ্ধান্ত সানিয়া মির্জার

স্পাের্টস ডেস্ক : ভারতের ইতিহাসে সেরা মহিলা টেনিস তারকা সানিয়া মির্জা চলতি মৌসুম শেষেই টেনিসকে বিদায় বলবেন। খবরটি নিশ্চিত করেছে দেশটির শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভি।

বুধবার অস্ট্রেলিয়ান ওপেনে নেমেছিলেন নারী দ্বৈতের লড়াইয়ে। তবে যাত্রাটা থেমে গেছে সেখানেই। ইউক্রেনীয় সঙ্গী নাদিয়া কিচেনকের সঙ্গে মিলে এড়াতে পারেননি হার। স্লোভেনিয়ান তামারা জিদানেস্ক ও কাইয়া ইয়ুভানেস্কের কাছে হেরেছেন সরাসরি সেটে; ৪-৬, ৬-৭ গেমে।

অজি ওপেনের নারী দ্বৈত থেকে এমন বিদায়ের পেছনে সানিয়ার দায়টা অবশ্য কমই। শুরু থেকেই একের পর এক আনফোর্সড ইরোরে কাজটা কঠিন করে তুলেছিলেন কিচেনক। তাতেই অবধারিত হারের মুখে পড়েছেন সানিয়া।

অস্ট্রেলিয়ান মুল্লুকে তার যাত্রাটা অবশ্য এখানেই শেষ হয়ে যায়নি। আমেরিকান রাজীব রামের সঙ্গে মিলে তিনি লড়বেন মিশ্র দ্বৈতেও।

নারী দ্বৈতের এই হারের পরই মূলত বিদায়ের ঘোষণাটা দিয়েছেন সানিয়া। জানিয়েছেন চলতি ২০২২ মৌসুমটাই হবে তার শেষ, এরপরই টেনিস র‍্যাকেটটা তুলে রাখবেন তিনি।

বলেছেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, এটাই হতে যাচ্ছে আমার শেষ মৌসুম। আমি এবার প্রতি সপ্তাহ ধরে ধরে এগোনোর সিদ্ধান্ত নিয়েছি। পুরো মৌসুম খেলতে পারব কিনা নিশ্চিত নই আমি।’

৩৫ বছর বয়সী সানিয়া ভারতের সবচেয়ে বড় টেনিস তারকাদের একজন। তিনি ২০০৩ সালে টেনিসে তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন। গত ১৯ বছর ধরে, তিনি একটানা টেনিস খেলছেন এবং বহু আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারতকে গর্বিত করেছেন। তিনি তার কেরিয়ারে ডাবলসে ক্যাটাগরিতে বিশ্বের সেরা হয়েছেন।

একক লড়াইয়েও সানিয়ার পরিসংখ্যানটা নেহায়েত মন্দ নয়। ২০০৭ সালে টেনিস র‍্যাঙ্কিংয়ের ২৭তম অবস্থানে এসেছিলেন তিনি, যার ফলে ভারতের ইতিহাসে সর্বোচ্চ র‍্যাঙ্কিংধারী নারী টেনিস খেলোয়াড় বনে যান সানিয়া।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া