করোনামুক্ত হলেন মিথিলার স্বামী সৃজিত
বিনোদন ডেস্ক : নতুন বছরের প্রথম দিন রাতেই দুঃসংবাদ দিয়েছিলেন ওপার বাংলার পরিচালক তথা বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলার স্বামী সৃজিত মুখোপাধ্যায়। ফেসবুকে জানিয়েছিলেন, তিনি করোনায় আক্রান্ত। ১১ দিন পর মহামারি সেই ভাইরাস থেকে মুক্তও হলেন সৃজিত। মঙ্গলবার রাতে এ খবরও ফেসবুকে জানিয়েছেন।
গত ১ জানুয়ারি কোভিডে আক্রান্ত হয়েছিলেন সৃজিত। এদিন ফেসবুকে তিনি লেখেন, ‘আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আমি এখন আইসোলেশনে রয়েছি। গত ৭২ ঘন্টায় আমার সংস্পর্শে আসা মানুষজনেরা দয়া করে নিজেদের করোনা টেস্ট করিয়ে নিন’।
পরিচালকের ওই পোস্ট দেখে সে সময় শুভাকাঙ্খীরা যেমন উদ্বেগ প্রকাশ করেছিলেন, তেমনি কেউ কেউ তার মৃত্যু কামনাও করেছিলেন। তাই করোনামুক্ত সৃজিত ফেসবুকে লিখলেন, ‘অবশেষে রিপোর্ট নেগেটিভ এসেছে। যারা আরোগ্য কামনা করেছেন, উদ্বিগ্ন হয়ে খোঁজ নিয়েছেন তাদের ধন্যবাদ। পাশাপাশি যারা মৃত্যু কামনা করেছেন, তাদেরও ধন্যবাদ’।
সৃজিত করোনা আক্রান্ত হওয়ার পাঁচ দিনের মাথায় তার স্ত্রী অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলার মেয়ে আইরারও রিপোর্ট পজিটিভ আসে। এর এক দিন পর জানা যায়, মিথিলাও করোনায় আক্রান্ত। বর্তমানে মেয়েকে নিয়ে অভিনেত্রী আইসোলেশনে রয়েছেন।