adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ওমিক্রন নয়, ডেল্টাতেই সংক্রমণ বাড়ছে: আইইডিসিআর

ডেস্ক রিপাের্ট : ওমিক্রনে নয়, ডেল্টা ধরনেই দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অধ্যাপক ডা. এএসএম আলমগীর। সংক্রমণ বাড়ার পেছনে এর পাশাপাশি স্বাস্থ্যবিধি না মানাকেও দায়ী করছেন তিনি।

মঙ্গলবার সকালে এমন মন্তব্য করেন আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা।
অধ্যাপক আলমগীর বলেন, বাংলাদেশে এখনও ডেল্টা ভ্যারিয়েন্টেরই প্রাধান্য চলছে। ওমিক্রনের বিস্তার এখনও সেভাবে দেখা যাচ্ছে না।

করোনার ডেলটা ধরনের দাপটে গত বছরের মাঝামাঝিতে দেশে করোনায় মৃত্যু, রোগী শনাক্ত ও শনাক্তের হার বেড়েছিল। তবে আগস্টে দেশব্যাপী করোনার গণটিকা দেওয়ার পর সংক্রমণ কমতে থাকে।

গত মাসের প্রথম কয়েক সপ্তাহ ধরে করোনা শনাক্ত এক শতাংশের ঘরেই ছিল। কিছুদিন ধরে সংক্রমণে আবার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। কয়েকদিন ধরে দৈনিক সংক্রমণ পাঁচশো ছাড়িয়ে যাচ্ছে।
ডিসেম্বরে দেশে প্রথম ওমিক্রন শনাক্ত হলে বিষয়টি উদ্বেগ ছড়ায়। সংক্রমণ বাড়ার পেছনে দক্ষিণ আফ্রিকা থেকে ছড়িয়ে পড়া করোনার নতুন ধরনটি দায়ী কিনা তা নিয়ে উদ্বেগের মাঝে আইইডিসিআরের প্রধান নির্বাহী কর্মকর্তা এমন তথ্য দিলেন।

সংক্রমণ বৃদ্ধির কারণ হিসেবে স্বাস্থ্যবিধি না মেনে চলাকেও দায়ী করছেন আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা।

অধ্যাপক আলমগীর বলেন, ‘ওমিক্রনের দুয়েকজন লোক পাওয়া যাচ্ছে। তবে যখন ওমিক্রন পাওয়া যাবে, তখন দেখা যাবে সবাই ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। এটা শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ায় একই অবস্থা।’

আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আরও বলেন, আমাদের এখানেও ওমিক্রন ছড়াবে। হয়তো আরও দুই-এক সপ্তাহ পর বোঝা যাবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া