ফেডারেশন কাপের সেমিফাইনালে মোহামেডান
স্পোর্টস ডেস্ক : মোহামেডান জিতেছে ঠিকই, তবে তাদের আক্রমণে ধার ছিলো না। এমকি প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনীর খেলায় ধার ছিলো না।
চট্টগ্রাম আবাহনী গোলে পিছিয়ে পড়ার পর হাস্যকর ভুলে হজম করল আরেক গোল। বন্দরনগরীর দলটি শেষ দিকে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও তাদের হারিয়ে ফেডারেশন কাপের সেমি-ফাইনালে উঠেছে মোহামেডান।
রোববার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রোববার ২-১ গোলে জিতেছে মোহামেডান। দুটি গোলই তারা পেয়েছে দ্বিতীয়ার্ধে; আট মিনিটের মধ্যে। যোগ করা সময়ে ব্যবধান কমান এবিমোবোই থ্যাঙ্কগড পিটার।
গত বছর সাইফ স্পোর্টিংয়ের কাছে টাইব্রেকারে হেরে কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে গিয়েছিল মোহামেডান। অন্যদিকে, গত আসরে সেমি-ফাইনাল খেলা চট্টগ্রাম আবাহনীর পথচলা এবার থামল কোয়ার্টার-ফাইনালে।