আমি দল বদল করার লোক না : ডিপজল
বিনােদন ডেস্ক : চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজল ঘোষণা দিয়ে একের পর এক সিনেমা নির্মাণ করে যাচ্ছেন। প্রযোজক হিসেবে পেয়েছেন সফলতা। সময়ের সঙ্গে তাল মেলানোর বিশেষ এক ক্ষমতা আছে তার। মনতাজুর রহমান আকবরের পরিচালনায় প্রথমবারের মতো ওয়েব সিরিজে নাম লিখিয়েছেন। শনিবার (১ জানুয়ারি) থেকে ‘জিম্মি’র শুটিং শুরু করেছেন এই ‘ডেঞ্জার ম্যান’।
ডিপজল বলেন, ‘আমি চলচ্চিত্রের মানুষ। চলচ্চিত্রই আমার ধ্যান-জ্ঞান। এর বাইরে অন্যকিছু ভাবি না। তবে প্রযুক্তিকেও অস্বীকার করা যায় না। বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতারা ওয়েবসিরিজ নির্মাণ করে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দিচ্ছেন। আমরাও পিছিয়ে থাকতে পারি না। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরও চলতে হবে। আমরাও যে বিশ্বমানের ওয়েবসিরিজ নির্মাণ করতে পারি, তা দেখাতে চাই।’
চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন মনোয়ার হোসেন ডিপজল। ইতোমধ্যে বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। খুব শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনে নিজের প্রার্থী হওয়ার বিষয় তিনি বলেন, ‘আমার নির্বাচন করার ইচ্ছা নাই। তারপরও আমাকে ছাড়ছে না। হয়তো সহ-সভাপতি বা যেকোনো একটি পদে নির্বাচন করতে পারি।’
সভাপতি পদে নয় কেন এমন প্রশ্নের জবাবে ডিপজল বলেন, ‘সভাপতির পদে নির্বাচনের সময় নাই আমার। নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি।’
আগামী নির্বাচনে প্যানেল বদলের কোনো সম্ভাবনা আছে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি দল বদল করার লোক না। নির্বাচন করলে মিশা সওদাগর-জায়েদ খানের প্যানেল থেকেই করবো। কারণ তারা যেভাবে গরিবের পাশে থেকেছে, আমার মনে হয় শতভাগ করেছে।’
নতুন বছরের প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, ‘কোনো কিছু অগ্রিম বলা ঠিক না। কথা দিয়ে যদি কথা রাখতে না পারি তখন বিষয়টা ভালো দেখায় না। বছরের প্রথম দিন ওয়েবসিরিজ শুরু করলাম। ভালো কিছু করার পরিকল্পনা রয়েছে। বাকি সব আল্লাহর ওপর।’