adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিশ্বব্যাপী করােনাভাইরাসে একদিনে আক্রান্ত ১৬ লাখের বেশি

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর ভাইরাসটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা আবারো উল্লেখযোগ্য হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে রেকর্ড ১৬ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছে সাত হাজারের বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৮ কোটি ৪৪ লাখ ৭১ হাজার ৩৭৭ জন এবং মোট মৃতের সংখ্যা ৫৪ লাখ ২১ হাজার ৫৫৭ জনে দাঁড়িয়েছে।

এদিকে, ইউরোপের দেশ ব্রিটেনে করোনাভাইরাসের ওমিক্রন ভেরিয়েন্ট ছড়িয়ে পড়েছে। এতে মহামারি মারাত্মক আকার নিয়ে দেশটিতে মঙ্গলবার এক দিনে এক লাখ ২৯ হাজার ৪৭১টি নতুন সংক্রমণের ঘটনা রেকর্ড করা হয়েছে। এর আগে ব্রিটেনে করোনার সংক্রমণ একদিনে সর্বোচ্চ রেকর্ড ছিল এক লাখ ২২ হাজার ১৮৬। গত ২৪ ডিসেম্বর ওই রেকর্ড সৃষ্টি হয়েছিল। তার পাঁচ দিনের মাথায় সে রেকর্ড ভেঙে গেল।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা পাচঁ কোটি ৩৬ লাখ ৫৯ হাজার ৬৮৮ জন এবং মৃত্যুবরণ করেছে আট লাখ ২২ হাজার ৮৯২ জন।

এদিকে, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১৯ হাজার ৯৭৮ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ২২ লাখ ৫৯ হাজার ৯৫ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।

ভারতে মোট তিন কোটি ৪৮ লাখ ৮ হাজার ৮৮৬ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৮০ হাজার ৫৯২ জনে। মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে দেশটি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া