adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষা কর্মকর্তাকে চড় মারা সেই মেয়র ঢাকায় আটক

নিজস্ব প্রতিবেদক : বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে চড় মেরে বরখাস্ত হওয়া জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে আটক করেছে র‌্যাব।

রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টরের ‘হোটেল ডি মেরিডিয়ান’ হোটেল থেকে তাকে আটক করে এলিট ফোর্সটি।
র‌্যাব ও হোটেলটির কয়েকটি সূত্র আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকের সময় নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। তিনি নিয়মিত গাঁজা, হেরোইন, ফেনসিডিল সেবন করতেন বলে জানা গেছে। গতরাতেও তিনি মাদক সেবন করেছেন। হোটেলের যে কক্ষে ছিলেন আটকের সময় সেখানে মাদকের কিছু আলামতও পাওয়া গেছে।

একটি সূত্র জানায়, দেওয়ানগঞ্জের এই মেয়র প্রতিনিয়ত মাদক সেবন করতেন। বিশেষ করে হেরোইনে বেশি আসক্তি ছিলেন। গতরাতে হেরোইন সংগ্রহ করে তিনি সেবন করেছিলেন।

গত ১৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে বিজয় দিবসের পুষ্পস্তবক অর্পণের সময় নামের সিরিয়াল ঘোষণাকে কেন্দ্র করে বাধে বিপত্তি। সিরিয়ালে মেয়র শাহনেওয়াজ শাহানশাহ নাম থাকায় অনুষ্ঠানের উপস্থাপক উপজেলা শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং চড় মারেন মেয়র। পরে লাঞ্ছিত শিক্ষা কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জানান এবং থানায় মামলা করেন।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশিত হলে পৌর মেয়রকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগেও তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। সর্বশেষ মেয়র পদ থেকেও তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

লাঞ্ছিতের ঘটনাটি নিয়ে সমালোচনার মধ্যেই শাহনেওয়াজ আত্মগোপনে চলে যান। তাকে কোথাও দেখা যায়নি। জামালপুর থেকে নিজেকে গোপন করতে শাহনেওয়াজের ঢাকায় অবস্থান নেওয়ার খবর পেয়ে র‌্যাব উত্তরায় ‘হোটেল ডি মেরিডিয়ান’ হোটেল ঘিরে রাখে। কিছু সময় পর হোটেলটিতে অভিযান চালিয়ে তাকে আটক করে এলিট ফোর্সটি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া