adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধমন্ত্রী বললেন – এবার রাজাকারের তালিকা তৈরি করা হবে

ডেস্ক রিপাের্ট : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, স্বল্প সময়ে রাজাকারের তালিকা প্রণয়ন করা হবে। আজ শনিবার বরগুনা সার্কিট হাউজ মাঠে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বরগুনা জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সংরক্ষিত নারী সংসদ সদস্য সুলতানা নাদিরা প্রমুখ।

মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরো বলেন, আমরা জনগণের কাছে অনুরোধ করবো আগামীতে জনপ্রতিনিধি নির্বাচনে স্বাধীনতা বিরোধীদের বিষয়ে সতর্ক থাকবেন।

মন্ত্রী বলেন, আগামী ২৬ মার্চের মধ্যে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল আইডি কার্ড প্রদান করা হবে। এছাড়া মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা সেবাও প্রদান করবে সরকার।

পরে ১শ’জনের মধ্যে চিকিৎসা সহায়তার অনুদানের চেক বিতরণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
এছাড়া শতাধিক দরিদ্র শিক্ষার্থী ও দুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া