adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে গুলিবিদ্ধ চেয়ারম্যান প্রার্থী মারা গেছেন

ডেস্ক রিপাের্ট : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে আহত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এরশাদ মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শুক্রবার রাতে তার মৃত্যু হয়।নিহত এরশাদ নাটঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ছেলে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

শুক্রবার রাতে উপজেলার নাটঘর ইউনিয়নের নাটঘর গ্রামের ওই ঘটনায় বাদল সরকার নামে ২৫ বছর বয়সী এক যুবকও নিহত হন। নিহত বাদল নাটঘর গ্রামের সন্তোষ সরকারের ছেলে।

নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম জানান, স্থানীয় কুড়িঘর বাজারের পাশে ওয়াজ মাহফিলে গিয়েছিলেন এরশাদ ও বাদলসহ কয়েকজন। সেখান থেকে মোটরসাইকেলে করে তারা বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা এরশাদ ও বাদলকে লক্ষ্য করে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই বাদল মারা যান। গুরুতর আহত এরশাদকে সংকটাপন্ন অবস্থায় ঢাকায় নেওয়ার চেষ্টা করলে পথে তারও মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া