adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিপদ কাটল আলিয়া ভাটের

বিনোদন ডেস্ক : শুক্রবারই বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের (বিএমসি) স্বাস্থ্য কমিটির চেয়ারম্যান রাজুল প্যাটেল জানিয়েছিলেন, করোনাবিধি লঙ্ঘন করায় বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের বিরুদ্ধে এফআইয়ার দায়ের করা হবে। তবে কয়েক ঘণ্টা বাদে জানা গেল, মহেশ ভাট-কন্যার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না পুরসভা।

বিএমসির এক কর্মকর্তা গণমাধ্যমকে এই কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘বিএমসির নির্দেশ অমান্য করে আলিয়া ভাট নিভৃতবাসে ছিলেন না ঠিকই, তবে ওনার আরটিপিসিআর করানো হয়েছিল। অভিনেত্রীর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল। তাই ওনার বিরুদ্ধে আমরা কোনো পদক্ষেপ নেব না।’

ভারতীয় মিডিয়ার খবর, আলিয়া উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের তালিকায় ছিলেন। যদিও তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ। তবু বিএমসির নিয়ম অনুসারে তাকে ১৪ দিন অন্যদের থেকে আলাদা থাকতে বলা হয়েছিল। কিন্তু আলিয়া সেই নির্দেশ অমান্য করে সম্প্রতি তার আসন্ন সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’র মোশন পোস্টার লঞ্চের জন্য দিল্লিতে যান।

এরপর বিএমসি আলিয়ার সঙ্গে যোগাযোগ করে। তাকে দিল্লিতেই কোয়ারেন্টাইন করতে বলা হয়। কিন্তু তা সত্তেও তিনি মুম্বাই ফিরে আসেন।

বলিউডে সম্প্রতি কারিনা কাপুর, অমৃত অরোরা ও অভিনেতা সঞ্জয় কাপুরের স্ত্রী এবং মেয়ে করোনায় আক্রান্ত হয়েছেন। সম্প্রতি তারা সকলে করণ জোহরের ফ্যামিলি ড্রামা ছবি ‘কাভি খুশি কাভি গম’-এর ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত পার্টিতে যোগ দেন।
ওই পার্টিতে আলিয়াও উপস্থিত ছিলেন। কারিনারা যেহেতু করোনা পজিটিভ, তাই আলিয়াকে করোনা টেস্ট এবং ১৪ দিন আলাদা থাকার নির্দেশ দিয়েছিল বিএমসি। কিন্তু তা মানেননি মহেশ-কন্যা। তিনি প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে সিনেমার পোস্টার লঞ্চ করতে দিল্লিতে যান। কাজ শেষ করে ফিরেও এসেছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া