adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুব এশিয়া কাপে শ্রীলঙ্কা, নেপাল ও কুয়েত গ্রুপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে যুবারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছ শ্রীলঙ্কা, নেপাল ও কুয়েতকে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) মঙ্গলবার (১৪ ডিসেম্বর) যুব এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে। আগামী ২৩ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এই টুর্নামেন্ট। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান পড়েছে ‘এ’ গ্রুপে। সেখানে তাদের সঙ্গে আছে আফগানিস্তান ও স্বাগতিক আরব আমিরাত।

টুর্নামেন্টের প্রথম দিনই হবে তিনটি ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। আইসিসি একাডেমির দুটি মাঠে ‘এ’ গ্রুপের ভারত-আরব আমিরাত ও আফগানিস্তান-পাকিস্তান ম্যাচ হবে। বাংলাদেশের পরের ম্যাচ দুটিও শারজাহতে। কুয়েতের বিপক্ষে ২৫ ডিসেম্বর খেলবে তারা। এদিনই হবে ভারত-পাকিস্তান লড়াই। তিন দিন পর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

দুই গ্রুপের সেরা দুটি করে দল খেলবে সেমিফাইনালে। আগামী ৩০ ডিসেম্বর শেষ চারের লড়াই হবে আইসিসি একাডেমি মাঠ ওভাল ১ ও শারজাহতে। ৩১ ডিসেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের যুব এশিয়া কাপের। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। বাংলাদেশ এখন পর্যন্ত একবারও জেতেনি যুব এশিয়া কাপ। ২০১৯ সালের সবশেষ আসরে রানার্স-আপ হয়েছিল তারা। ক্রিকইনফো

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া