adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে কটূক্তি : মোয়াজ্জেম হোসেন আলালের বক্তব্য অনলাইন থেকে সরানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বির্তকিত বক্তব্য অনলাইন থেকে সরানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় আলালের বিরুদ্ধে আগেই রাজধানীর শাহবাগ থানায় ২টি সাধারণ ডায়েরি করা হয়। এবার তার কটূক্তিমূলক বক্তব্য সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বুধবার আদেশ দেয়। বিষয়টি আদালতের নজরে আনেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। আর আদালতে বিটিআরসির পক্ষে ছিলেন খন্দকার রেজা ই রাকিব।

ব্যারিস্টার সুমন গণমাধ্যমকে বলেন, ‘কটূক্তি করে যে বক্তব্য দিয়েছে এটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে সরানোর জন্য আদালতে ম্যানশন করি। আমার কাছে মনে হয়েছে এই ভিডিওটিও একটি সামাজিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়াবে। আদালত আমার বক্তব্যটি আমলে নিয়ে বিটিআরসিকে মুরাদ সাহেবের ভিডিওগুলোর সঙ্গে আলাল সাহেবের ভিডিও সরানোর নির্দেশনা দিয়েছে।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার নাতনি জাইমা রহমানকে নিয়ে তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো মুরাদ হাসানের কুরুচিপূর্ণ বক্তব্য ছড়িয়ে পড়ার মধ্যে আলালের বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

এতে দেখা যায়, আওয়ামী লীগের সমালোচনা করতে গিয়ে আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জড়িয়ে অশালীন আক্রমণ করেন। পাশাপাশি ধর্মীয় রীতির প্রতি ইঙ্গিত করেও আপত্তিকর বক্তব্য রাখেন।

মুরাদের উক্তির পর বিএনপি তার পদত্যাগ দাবি করেছিল, যা ইতোমধ্যে কার্যকর হয়েছে। এখন দলটি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে আলালের মন্তব্যের বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে মঙ্গলবার রাতেই শাহবাগ থানায় দুটি লিখিত অভিযোগ করেন ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ফুয়াদ হাসান শাহাদাত। থানা পুলিশ অভিযোগ দুটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করেছে।

অভিযোগপত্রে শাহাদাত উল্লেখ করেন, মোয়াজ্জেম হোসেনের এ বক্তব্য সরকার ও রাষ্ট্রের জন্য চরম হেয়প্রতিপন্ন ও মানহানিকর বলে মনে করেন তিনি। সেজন্য তিনি এই অভিযোগ দায়ের করেছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া