adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সড়কে মৃত্যুর পর ঢাকার রামপুরায় ৮ বাসে আগুন

ডেস্ক রিপাের্ট : নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ঢাকার রামপুরায় এক সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হওয়ার পর বেশ কয়েকটি বাস পুড়িয়েছে বিক্ষুব্ধ জনতা, ভাংচুরও করেছে আরও কয়েকটি বাস।

সোমবার রাত ১০টার দিকে ডিআইটি রোড পূর্ব রামপুরা লাজ ফার্মার সামনে গ্রিন অনাবিল পরিবহনের একটি বাসের চাপায় ওই শিক্ষার্থী মারা যান। এর পরপরই জনতা বাস আটকে ভাংচুর ও অগ্নিসংযোগ শুরু করে।

স্থানীয়রা নিহত তরুণের নাম মাঈনুদ্দীন বলে প্রথমে জানালেও পরে জানা যায় তার নাম মাইনুল ইসলাম। তিনি স্থানীয় একরামুন্নেসা স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন। তার বাবার নাম আব্দুর রহমান ভান্ডারি, তিনি চা বিক্রেতা। তাদের বাসা পূর্ব রামপুরা তিতাস রোড।

মাইনুলের ভগ্নিপতির ভাই মো. বাদশা ইসলাম বলেন, “আমার ভাইসহ তিন বন্ধু ডিআইটি রোডের সোনালী ব্যাংকের সামনের সড়ক দিয়ে পার হচ্ছিল। তখনই এই ঘটনা ঘটে।”

পূর্ব রামপুরার বাসিন্দা ঘটনার প্রত্যক্ষদর্শী নেসার হোসেন বলেন, অনাবিল পরিবহনের একটি বাস এসে তাদের চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মাইনুল মারা যান। গুরুতর আহত হন আরেকজন। ঘটনাস্থল থেকে লাশ মাইনুলের তিতাস রোডের বাসায় নিয়ে যাওয়া হয়।

মালিবাগের পাবনা কলোনির বাসিন্দা জীবন চৌধুরী বলেন, বাসের চাপায় ওই শিক্ষার্থীর দেহ সড়কে একেবারে পিষে যায়। পরে উত্তেজিত জনতা গ্রিন অনাবিলের বাসটিসহ কয়েকটি বাসে আগুন ধরিয়ে দিতে শুরু করে।- বিডিনিউজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া