adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওমিক্রন ডেল্টার চেয়েও সংক্রামক, এখনই সতর্ক হোন, বললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ নিয়ে বিশ্ববাসীকে সতর্ক করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী ড. সৌম্য স্বামীনাথন। তিনি বলেন, ‘এই নতুন ভ্যারিয়েন্ট করোনার বিরুদ্ধে লড়াইয়ে জেগে ওঠার ইঙ্গিত দিচ্ছে। এই স্ট্রেন ডেল্টার থেকেও বেশি সংক্রামক হতে পারে। যারা করোনাবিধি অনুসরণ করেছিলেন না তাদের এখনই সতর্ক হওয়া উচিত। সংক্রমণ রুখতে মাস্ক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে স্বামীনাথন এসব কথা বলেন।

‘ওমিক্রন’ স্ট্রেনের সঙ্গে কীভাবে লড়াই করা হবে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘প্রাপ্তবয়স্কদের সম্পূর্ণ টিকাকরণ, ভিড় যথাসম্ভব এড়িয়ে চলা এবং জিনোম সিকোয়েন্সিংয়ের হার বাড়াতে হবে। সেই সঙ্গে সংক্রমণের সংখ্যা হঠাৎ বেড়ে গেলে তার ওপর কড়া নজরদারি রাখতে হবে।’

ভারতে শনাক্ত হওয়া অতি সংক্রামক ডেলটা ধরন বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়েছিল। এ প্রসঙ্গে স্বামীনাথন বলেন, ‘ডেলটার চেয়েও অনেক বেশি সংক্রামক হতে পারে ওমিক্রন; যদিও এ নিয়ে নিশ্চিত করে কিছু বলার সময় এখনো আসেনি। কয়েক দিনের মধ্যে ওমিক্রন ধরন নিয়ে আরও তথ্য জানা যাবে।’

এই বিজ্ঞানী বলেন, ‘ওমিক্রনের বিরুদ্ধে লড়তে একটি বিজ্ঞানভিত্তিক কৌশল প্রণয়ন জরুরি। টিকাদান ও জনস্বাস্থ্য সুরক্ষামূলক পদক্ষেপগুলোকে এখনো অগ্রাধিকার দিতে হবে।’

গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন একটি ধরন শনাক্ত হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যার নাম দিয়েছে ওমিক্রন। দক্ষিণ আফ্রিকা ছাড়াও বতসোয়ানা, ইসরায়েল, হংকং, বেলজিয়াম, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, জার্মানি ও ইতালিতেও নতুন এই ধরনের সন্ধান মিলেছে। ধরনটিকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নতুন এই ধরন নিয়ে বিভিন্ন দেশে দেখা দিয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা। প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে শুরু করেছে বিভিন্ন দেশ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া