পাকিস্তানের একটিও উইকেট তুলতে পারেনি বাংলাদেশি বোলাররা
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ থেকে ১৮৫ রানে পিছিয়ে পাকিস্তান। দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে সফরকারীদের সংগ্রহ ১৪৫ রান।
শনিবার (২৭ নভেম্বর) ৫৭ ওভার বল করে একটি উইকেটও তুলতে পারেনি বাংলাদেশি বোলাররা। আবিদ আলীর ব্যাট থেকে এসেছে ৯৩ রান। অভিষিক্ত আব্দুল্লাহ শফিক রান তুলেছেন ৫২।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চার উইকেটে ২৫৩ রান নিয়ে দিন শুরু করেছিলেন মুশফিকুর রহিম ও লিটন দাস।
এদিন ব্যক্তিগত এক রান যোগ করতেই মাঠ ছাড়েন লিটন। অন্যদিকে ৯১ রান তুলে বিদায় নেন মুশফিক।
লাঞ্চের আগে অল আউট হতে হয় স্বাগতিকদের। ১১১.৪ ওভারে ৩৩০ রান তুলে টাইগাররা।
মেহেদী হাসান মিরাজের অপরাজিত ৩৮ ছাড়া উল্লেখযোগ্য রান কেউ করতে পারেনি। পাকিস্তানের হয়ে পাঁচ উইকেট তুলেন হাসান আলী।