adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংসদে আইনমন্ত্রী – কখনও বলিনি ৪০১ ধারায় খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সুযোগ নেই

নিজস্ব প্রতিবেদক : ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশ নিয়ে গিয়ে চিকিৎসার সুযোগ করে দিতে সরকারকে আহ্বান করেছেন দলটির নারী সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। এর জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কখনও বলিনি ৪০১ ধারায় খালেদা জিয়াকে বিদেশ যেতে দেওয়ার সুযোগ নেই।

মঙ্গলবার জাতীয় সংসদে একটি আইন প্রণয়নের আলোচনায় রুমিন ফারহানার বক্তব্যের জবাব দিতে গিয়ে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন।

‘বিরোধীদলীয় নেতা ও উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল-২০২১’ বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে রুমিন ফারহানা খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে ‘আইনগতভাবে’ তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি করেন। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারামতে, এ সুযোগ দেওয়ার এখতিয়ার সরকারের রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

রুমিনের বক্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, আমি কখনও বলিনি ৪০১ ধারামতে খালেদা জিয়াকে বিদেশ যেতে দেওয়ার সুযোগ নেই। তিনি বর্তমানে সাজা স্থগিতপূর্বক বাসায় আছেন, সেটি ৪০১ ধারার ভিত্তিতেই। খালেদা জিয়ার পক্ষে যে আবেদন হয়েছিল, সেখানে কোনো ধারার উল্লেখ ছিল না। সরকার খুঁজে এ ধারা বের করেছে। আবেদনটি ৪০১ ধারার আলোকেই নিষ্পত্তি হয়েছে। আর একটি আবেদন যে ধারার অধীনে নিষ্পত্তি হয়েছে, একই ধারায় বিষয়টি পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই।

খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার প্রক্রিয়া সম্পর্কে আইনমন্ত্রী আরও বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আবার জেলে গিয়ে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদন করলে তা বিবেচনা করা হবে। এখন যে অবস্থায় আছেন, তাতে আবেদন নতুন করে বিবেচনার কোনো সুযোগ নেই। এ আবেদন ইতোমধ্যে নিষ্পত্তি হয়ে গেছে। নিষ্পত্তিকৃত দরখাস্তের ওপর আর কোনো পদক্ষেপ নেওয়া যাবে না।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া