adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রানির মা-বাবাকে ঘরে আটকে রাখতে চেয়েছিলেন তার শ্বশুর, কিন্তু কেন?

বিনোদন ডেস্ক : বলিউডের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী প্রযোজক যশ চোপড়া। প্রয়াত হয়েছেন ২০১২ সালের ২১ অক্টোবর। মৃত্যুর আগ পর্যন্ত তিনিই ছিলেন প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস-এর একচ্ছত্র অধিপতি। এই সংস্থার ব্যানারে কত যে ব্যবসাসফল সিনেমা তৈরি হয়েছে, তার ইয়াত্তা নেই। যশ চোপড়ার মৃত্যুর পর যশরাজ ফিল্মস-এর হাল ধরেছেন বড় ছেলে আদিত্য চোপড়া।

এই আদিত্যর স্ত্রী হলেন বিখ্যাত অভিনেত্রী রানি মুখার্জী। অর্থাৎ, যশ চোপড়া নায়িকার শ্বশুর। তিনিই কিনা একসময় রানির মা-বাবাকে নিজের অফিসে আটকে রাখার হুমকি দিয়েছিলেন। সে বহু বছর আগের ঘটনা। তখন অবশ্য যশ চোপড়ার ছেলের বউ হননি রানি। যদিও মজা করেই এমনটা করেছিলেন যশ চোপড়া। সেই ঘটনা নতুন করে ভাইরাল।

২০০২ সালে যশরাজ ফিল্মসের সঙ্গে ‘মুঝসে দোস্তি কারোগে’ ছবিতে কাজ করেছিলেন রানি মুখার্জী। এরপর প্রায় আট মাস কোনো কাজ করেননি তিনি। সব ছবির প্রস্তাবই ফিরিয়ে দিচ্ছিলেন ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর টিনা। তার মা-বাবা পর্যন্ত মেয়ের এই কাণ্ড দেখে হতবাক হয়েছিলেন। রানির কথায়, ‘কিছুই করছিলাম না বাড়ি বসে। তবুও কোনো ছবিতে কাজ করতে ইচ্ছে করছিল না।’

ঠিক সেই সময়ে ২০০২ সালেই যশ চোপড়ার কাছ থেকে ‘সাথিয়া’ ছবির প্রস্তাব আসে। এরপর রানি তার মা-বাবাকে পাঠান যশের অফিসে। তারা গিয়ে জানান যে, রানি এই ছবি করতে রাজি নয়। এই বার্তা পেয়ে তৎক্ষণাৎ মা-বাবাকে অফিসে বসিয়ে রেখেই রানিকে ফোন দেন যশ। বলেন, ‘সোনা, এই ছবিটি তোমার জন্য লেখা। তুমি যতক্ষণ না রাজি হবে, তোমার বাবা-মাকে আমি ঘরে বন্ধ করে রাখব।’

পরবর্তীতে একটি সাক্ষাৎকারে এই গল্প করার সময় রানি বলেন, ‘আমি আজও যশ চোপড়া স্যারের কাছে কৃতজ্ঞ। আমাকে ওভাবে হুমকি না দিলে ‘সাথিয়া’র মতো একটি ছবিতে অভিনয় করতে পারতাম না।’

‘সাথিয়া’তে রানির বিপরীতে অভিনয় করেছিলেন তখনকার সুপারহিট নায়ক বিবেক ওবেরয়। ছবিতে এই জুটির রসায়ন নিয়ে আজও চর্চা হয় বলিউডপ্রেমীদের মধ্যে। পরবর্তীকালে যশের বড় ছেলে আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানি। কন্যাসন্তান আদিরাকে নিয়ে তিনজনের ছোট্ট সুখী সংসার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া