adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানি পর্বতারোহী শেহরোজ এভারেস্টে সর্বকনিষ্ঠ হিসেবে বিশ্ব রেকর্ড গড়েছেন

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানি পর্বতারোহী শেহরোজ কাশিফ তার দুটি সফল অভিযানের মাধ্যমে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট (৮,৮৪৯ মিটার) এবং ক২ (৮,৬১১ মিটার) দুটি নতুন রেকর্ড স্থাপন করেছেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ১৯ বছর বয়সী শেহরোজ কাশিফকে তিন মাসের মধ্যে একই বছরে বিশ্বের শীর্ষ দুটি উচ্চতম পর্বতশৃঙ্গে চড়ার জন্য বিশ্বের সবচেয়ে কম বয়সী পর্বতারোহী হিসাবে স্বীকৃতি দিয়েছে।

টুইটারে কাশিফও আশ্চর্যজনক কীর্তি ঘোষণা করেছিলেন। এটি খুবই বিশেষ কিছু এবং একজন পাকিস্তানি হওয়ার কারণে আমি এই খবরটি আপনাদের সবার সাথে শেয়ার করতে পেরে খুব গর্বিত বোধ করছি।

কিশোর পর্বতারোহী বলেছেন, তিনি জিডব্লিউআর থেকে উভয় রেকর্ডই পেয়েছেন, প্রার্থনার জন্য মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। জুলাই মাসে, কাশিফ বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ক২ চূড়ায় সর্বকনিষ্ঠ পর্বতারোহী হয়েছেন। ইসলামাবাদে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসও তরুণ পর্বতারোহীকে তার কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়েছে। লাহোরের বাসিন্দা কাশিফের কাছ থেকে আশ্চর্যজনক কীর্তিটি এসেছে, তিনি এসএসটি অভিযান ২০২১-এর অংশ হিসাবে বিশ্বের সর্বোচ্চ পর্বত, মাউন্ট এভারেস্টের চূড়ায় শীর্ষে উঠার প্রায় দুই মাস পরে।

একজন উৎসাহী পর্বতারোহী, কাশিফ ১১ বছর বয়সে প্রথম আরোহণ শুরু করেন, মাকরা শিখর (৩,৮৮৫ মিটার) চূড়ায় চড়া। সেখান থেকে অগ্রসর হয়ে, তিনি ১২ বছর বয়সী মুসা কা মাসালাহ (৪,০৮০ মিটার), চেমব্রা পিক (৪,৬০০ মিটার) অনুসরণ করেন। – ট্রিবিউন

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া