adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টি- টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে কে থামাবে, প্রশ্ন মাইকেল ভনের

স্পোর্টস ডেস্ক : এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড যেন বাজির ঘোড়া। নিজেদের প্রথম তিন ম্যাচের সবকটিতেই জিতে ইতোমধ্যেই সেমিফাইনালের সমীকরণ সহজ করে ফেলেছে ইয়ন মরগানের দল। রীতিমতো উড়তে থাকা ইংলিশদের জয়রথ থামাতে পারে একমাত্র পাকিস্তান, এমনটাই মনে করেন মাইকেল ভন।

ক্রিকফ্রেঞ্জি জানায়, গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারের নাটকীয়তায় ওয়েস্ট ইন্ডিজের কাছে ট্রফি হাতছাড়া করেছিল ইংলিশরা। আর এবার সেই ক্যারিবিয়ানদের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে ইংল্যান্ড। এরপর বাংলাদেশ ও অস্ট্রেলিয়াকেও হারিয়েছে হেসে-খেলেই। দুই ম্যাচেই ইংলিশদের জয় আট উইকেটে। দল হিসেবে দুর্দান্ত পারফর্ম করা ইংলিশদের সেমিফাইনালে প্রতিপক্ষ হতে পারে পাকিস্তান।

ক্রিকইনফো বলছে, এদিকে পাকিস্তানও প্রথম তিন ম্যাচের তিনটিতেই জিতেছে এবং দলের বেশ কয়েকজন ক্রিকেটার আছেন দারুণ ফর্মে। ভনের মতে সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ পাকিস্তান হলে কঠিন পরীক্ষা দিতে হবে মরগান-জস বাটলারদের।
ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক বলেন, এখন বাকিদের জন্য বার্তা হচ্ছে, সবচেয়ে বিধ্বংসী এবং সেরা দল ইংল্যান্ড। তাদের থামাবে কারা? এখনও পর্যন্ত মনে হচ্ছে হয়তোবা পাকিস্তান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া