adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কোচ পরিবর্তন করেও জয়ের দেখা পেলাে না বার্সেলোনা, আবারো পয়েন্ট হারালো

স্পোর্টস ডেস্ক :নতুন কোচের অধীনে বার্সেলোনা প্রথমার্ধের পর আক্রমণাত্মক খেলে। গোল উপহার দিলেন মেমফিস ডিপাই। তবে ব্যবধানটা ধরে রাখতে পারল না বার্সেলোনার দুর্বল রক্ষণ। ঘরের মাঠে আরেকটি হতাশার দিন কাটলো কাতালান ক্লাবটির।

বার্সেলোনাকে আরও একবার ভোগালেন লুইস রিয়োহা। আলাভেসের বিপক্ষে অনেক চেষ্টায় এগিয়ে গিয়েও স্প্যানিশ এই ফরোয়ার্ডের গোলে পয়েন্ট হারাল দলটি। ক্যাম্প ন্যুয়ে শনিবার (৩০ অক্টোবর) রাতে লা লিগার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

গত আসরে আলাভেসের মাঠে রিয়োহার গোলেই পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে তা শোধ করে হার এড়িয়েছিল বার্সেলোনা। এবারের দেখায় প্রায় ৮০ শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে ১৬ শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে পারে তারা। সেখানে আলাভেস নিতে পারে কেবল তিন শট, যার দুটি লক্ষ্যে।

লা লিগায় আগের দুই ম্যাচে পরাজয়, তার একটি আবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে। সবশেষ চার ম্যাচের হিসাব করলে হারের সংখ্যা তিনটি। পয়েন্ট টেবিলে অবস্থান ক্রমেই নিচের দিকে। দলের টানা ব্যর্থতার দায় মাথায় নিয়ে চাকরি হারিয়েছেন রোনাল্ড কুমান। গত বৃহস্পতিবার অন্তর্র্বতীকালীন কোচের দায়িত্ব পাওয়া সের্হি বারজুয়ানের স্পর্শে দুদিনেই পাল্টে যাবে দল, এমনটা আশা করা ঠিক নয়। তা হয়ওনি। – মার্কা

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া