adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইপিএলে ১০ দল, নতুন দুটি আহমেদাবাদ ও লখনউ

স্পোর্টস ডেস্ক : আইপিএলের (ওচখ) দু’টি নতুন দলের কিনে নিল আরপিএসজি গ্রুপ ও সিভিসি ক্যাপিটালস। আরপিএস গ্রুপ ৭ হাজার ৯০ কোটি টাকায় কিনে নিল লখনউ ফ্র্যাঞ্চাইজি। এবং, সিভিসি ক্যাপিটালস ৫ হাজার ৬০০ কোটি টাকায় কিনে নিল আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি। ২০২২ সাল থেকেই ৮ দলের পরিবর্তে ১০ দলে হবে আইপিএল।

আইপিএলের দুই নতুন দলের বিড নিয়ে ভারতীয় ধারাভাষ্যকার হর্ষ ভোগলে টুইটারে লেখেন, কখনও কখনও জেতার জন্য বিড করা হয়। যেমনটা করলো আরপিএসজি। ৭ হাজার ৯০ কোটি টাকা দিয়ে দল কিনে।

সোমবার (২৫ অক্টোবর) প্রায় দুপুর একটা থেকে দুবাইয়ের এক হোটেলে দরপত্র দেখার কাজ শুরু করে বিসিসিআই। ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির প্রাক্তন পরিচালক সংস্থা রিতি স্পোর্টস দেরি করে আবেদনপত্র জমা দেওয়ায় সেই আবেদনপত্র বোর্ডের পক্ষ থেকে গ্রহণ করা হয়নি। – আজকাল,

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া