adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সুদানের প্রধানমন্ত্রী সেনা সদস্যের হাতে গৃহবন্দি

আন্তর্জাতিক ডেস্ক : সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদককে গৃহবন্দি করেছে দেশটির সামরিক বাহিনীর সদস্যরা। সোমবার (২৫ অক্টোবর) ভোরে অজ্ঞাত পরিচয়ের সেনা সদস্যরা তার বাড়ি ঘেরাও করার পর তাকে গৃহবন্দি করেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা আল হাদাথ টিভির বরাতে এই সংবাদ প্রকাশ করেছে।
এর আগে দেশটির সামরিক বাহিনী আব্দাল্লাহ হামদকের মিডিয়া উপদেষ্টা ও দেশটির ক্ষমতাসীন সার্বভৌম কাউন্সিলের সদস্যসহ বেশ কয়েকজন বেসামরিক কর্মকর্তাকে গ্রেপ্তার করে। এই খবর আসার অল্প সময়ের মাঝেই পাওয়া গেল প্রধানমন্ত্রীর গৃহবন্দী হওয়ার খবর।

সুদানের রাজধানী খার্তুমে অবস্থানরত আল-জাজিরার রিপোর্টার হিবা মরগান বলেন, সুদানে টেলিযোগাযোগ সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সে কারণে দেশটিতে কী হচ্ছে সে সম্পর্কে তথ্য পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে।’

তিনি আরও বলেন, ‘সুদানের শিল্পমন্ত্রী গ্রেপ্তার হয়েছেন এটি নিশ্চিত। তিনি গ্রেপ্তার হওয়ার কয়েক মিনিট আগেই তার বাসার বাইরে সেনা সদস্যদের উপস্থিতি রয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন।’

এর আগে গত মাসেও দেশটিতে একটি অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়। সে সময় আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছিল, একদল সেনা এই অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন। তারা অভ্যুত্থান করতে ব্যর্থ হন। সূত্র: আল জাজিরা

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া