adv
২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ওজন কমাতে দারুণ কার্যকর তিন নাচ

ডেস্ক রিপাের্ট : শরীরের ওজনের বিষয়ে এখন বেশিরভাগ মানুষই সতর্ক। ওজন বেড়ে গেলে তা কমানোর জন্য নানা উপায় গ্রহণ করেন তারা। এজন কমানোর অন্যতম উপায় ব্যায়াম। তবে এই ব্যায়ামকে অনেক উপায়ে আরও মজাদার করে তোলা যায়। তার একটি হলো নাচ। আপনি যদি নাচেন, তাহলে ওয়ার্ক আউট হবে, মন ভালো থাকবে আর ওজনও কমবে। চলুন তেমন তিনটি নাচ সম্পর্কে জেনে নিই।

ফ্রি স্টাইল

ওয়ার্ক আউট যদি আরও মজার করতে চান তাহলে বেছে নিতে পারেন ফ্রি স্টাইল নাচ। পছন্দের সিনেমার গানের সঙ্গে নাচ করলে এনার্জিও বাড়বে। সেই সঙ্গে পরিমাণ মতো ক্যালোরি খরচ হবে।

হিপ-হপ স্টাইল

দেখে দেখে কিছু স্টেপস তুলে নিন। এবার সেই মতো হাত আর শরীরের মুভমেন্ট করুন। প্রতিদিন ৩০ মিনিট করে করতে পারলে ভালো ফল পাবেন।

দেশি স্টাইল

দেশি স্টাইল হল নিজের খুশি মতো নাচ। যেমন খুশি নাচুন। আপনি কেমন নাচ করছেন তা কিন্তু কেউ দেখবে না। বরং এতে আপনার ওজন ঝরবে তাড়াতাড়ি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া