adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পেলেন এসএম মুনীর

ডেস্ক রিপাের্ট : ৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন এস এম মুনীর। এই আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ সময় মোট ১৭ দিন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন ইংল্যান্ড সফরে থাকবেন।

বুধবার বিষয়টি জানান এসএম মুনীর। তিনি তার দায়িত্বপালনে সবার সহযোগিতা কামনা করেছেন।

৫ অক্টোবর মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি গোলাম মাহবুবের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন আগামী ৬ অক্টোবর বিদেশে যাবেন। ফিরবেন আগামী ২২ অক্টোবর। এ সময় অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর।

২০২০ সালের ১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এস এম মুনীরকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার। বর্তমানে তিনজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে এস এম মুনীর সিনিয়র। – ঢাকাটাইমস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া