adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তান সফর বাতিল ঘোষণা করে পিসিবির কাছে দুঃখ প্রকাশ করলো ইংলিশ ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক : অক্টোবরে পাকিস্তান সফর করছে না ইংল্যান্ড পুরুষ ও নারী ক্রিকেট দল। সফরটি বাতিলের সিদ্ধান্ত জানিয়েছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংলিশ পুরুষ ক্রিকেট দল ২০০৫ সালের পর পাকিস্তান সফর করেনি। আর নারী ক্রিকেট দল কখনোই পাকিস্তানে খেলতে যায়নি।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর দিন সফর বাতিল করে দেশে ফেরার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ‘সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য হুমকি থাকায়’ সফর বাতিলের কথা জানায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এরপর থেকেই ইংলিশদের পাকিস্তান সফর স্থগিত হওয়ার গুঞ্জন চলছিল। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো। বিবৃতিতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) লিখেছে, আমরা জানি ওই অঞ্চলে ভ্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে।

করোনার কারণে এমনিতেই নানা সীমাবদ্ধতার মধ্যে খেলোয়াড়রা খেলে যাচ্ছে। এ অবস্থায় পাকিস্তান সফর ক্রিকেটারদের ওপর আরো মানসিক চাপ তৈরি করবে বলে মনে করছে ইংলিশ ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ১৩ ও ১৪ অক্টোবর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল ইংল্যান্ড ক্রিকেট দলের। একই দিন দুই দেশের মেয়েদের টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামার কথা ছিল। এরপর দুই দেশের মেয়েদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলার কথা ছিল।

সফর বাতিল করে পিসিবির কাছে দুঃখ প্রকাশ করেছে ইসিবি, আমরা বুঝতে পারছি এ সিদ্ধান্ত পিসিবিকে হতাশ করবে। দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে তারা নিরলসভাবে কাজ করছে। গত দুটি গ্রীষ্মে ইংলিশ ক্রিকেটকে তারা অনেক সাহায্য করেছে, যেটা বন্ধুত্বের পরিচায়ক। পাকিস্তান ক্রিকেটে এর যে প্রভাব পড়বে, সে জন্য আমরা সত্যি দুঃখিত। – ক্রিকইনফো,

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া