adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লিওনেল মেসি চলে যাওয়ায় ১০০ মিলিয়ন ইউরো ক্ষতির মুখে বার্সেলোনা শহর

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা লিওনেল মেসির অভাব বেশ ভালোভাবেই টের পাচ্ছে। দলটির বিবর্ণ পারফরমেন্সে মুখ ফিরিয়ে নিচ্ছেন সমর্থকরা। শুধু তাই নয়, মেসির অনুপস্থিতিতে বড় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বার্সেলোনা শহরও। তার চলে যাওয়ায় ২০ শতাংশ পর্যটক হারাবে শহরটি। টাকার অঙ্কে যে ক্ষতির পরিমাণ প্রায় ১০০ মিলিয়ন ইউরো।

এখন নতুন পরিকল্পনায় ক্লাবকে ঘুরে দাঁড়ানোর প্রস্তাব বিশ্লেষকদের। ক্লাবের লা মেসিয়া একাডেমি থেকে কিভাবে আয় বাড়ানো যায় সেই চিন্তা করার পরামর্শ তাদের। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে রীতিমতো বিধ্বস্ত। তাতেই পরিষ্কার মেসিবিহীন বার্সেলোনার নতুন যাত্রা। অথচ কাতালান ক্লাবটিতে না থেকেও ছিলেন প্রিয় লিও। এখনও সেই ১০ নম্বর জার্সিতেই তাকে পাওয়ার চেষ্টা বার্সা সমর্থকদের। তাইতো বায়ার্ন ম্যাচের আগে প্রচুর বিক্রি হলো এলএমটেন জার্সি।

বার্সেলোনা সোশ্যাল ক্লাবের সভাপতি অ্যাঞ্জেল পেরেজ জানান, মাত্র ১২ জন সমর্থক মিলে বায়ার্নের বিপক্ষে ম্যাচ দেখতে হয়েছে। অথচ মেসি থাকার সময় সমর্থক উপচে পড়তো হলরুমে। খারাপ লাগলেও এটাই এখন ক্লাবের আসল চিত্র। মেসির চলে যাওয়ায় মাঠের পারফরমেন্সে যতটা বিবর্ণ বার্সেলোনা তারচেয়ে বেশি আর্থিকভাবে। ক্লাবটির দেনা প্রায় ১ দশমিক ২ বিলিয়ন ডলার। গ্রিজম্যানসহ একঝাক ফুটবলার ছেড়ে দিয়েও কাটেনি দুরবস্থা। এরইমধ্যে মূল স্পন্সর রাকুটেন ও বেকোকে হারিয়েছে বার্সেলোনা। ঘুরে দাঁড়াতে তাই বিকল্প ভাবার পরামর্শ বিশ্লেষকদের। – মার্কা

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া