adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টাইম ম্যাগাজিনের প্রভাবশালীর তালিকায় বাইডেন-মোদি ও আফগান নেতা বারাদার

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাগাজিন টাইমের বিবেচনায় যে ২০ জন নেতা-নেত্রী চলতি বছরে বিশ্বকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছেন সেই তালিকায় স্থান পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই তালিকাতেই রয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারতের পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। এমনকি তালেবানের অন্যতম প্রতিষ্ঠাতা আব্দুল গনি বারাদরও আছেন এই তালিকায়।

‘পায়োনিয়ারস’ বিভাগের ২০ জনের মধ্যে স্থান হয়েছে ভারতের ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের প্রধান আদার পুনাওয়ালার। সবমিলিয়ে ১০০ জনের নামের তালিকা প্রকাশ করেছে এই মার্কিন সাময়িকী। বুধবার এই প্রভাবশালী ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করা হয়। এই তালিকায় যুক্তরাজ্যের ডিউক অ্যান্ড ডাচেস অব সাসেক্স প্রিন্স হ্যারি ও মেগান জায়গা পেয়েছেন।

ম্যাগাজিনে নরেন্দ্র মোদিকে নিয়ে লেখা হয়েছে, ‘স্বাধীনতার পরে ৭৪ বছরে জওহরলাল নেহরু এবং ইন্দিরা গান্ধীর পরে নরেন্দ্র মোদি ভারতের তৃতীয় প্রভাবশালী প্রধানমন্ত্রী।’

মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে লেখা হয়েছে, ‘পরনে সাদা শাড়ি ও পায়ে হাওয়াই চটি তাঁর নিজস্বতা। এই পোশাকেই ভারতীয় রাজনীতিতে তিনি হয়ে উঠেছেন নির্ভীকতার চিহ্ন। বিজেপির অর্থ ও লোকবলকে পরাস্থ করে মমতা ফের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রিত্ব ধরে রাখলেন। ভারতের অন্য নারী নেত্রীদের সঙ্গে মমতার পার্থক্য হলো- তিনি কখনও কারও স্ত্রী, মা, কন্যা বা সাথী হিসেবে পরিচিতির সুবিধাটি পাননি। মমতার বিষয়ে বলা হয়- তিনি তাঁর দল তৃণমূল কংগ্রেসকে নেতৃত্ব দেন না। তিনি নিজেই সেই দল। নরেন্দ্র মোদিকে প্রতিহত করতে জাতীয় স্তরে কোনও জোট যদি গড়ে ওঠে, সেখানে অবশ্যই মুখ্য ভূমিকা থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া