adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো, বললেন অক্সফোর্ডের গবেষক

স্পোর্টস ডেস্ক : বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার কে? পেলে, ম্যারাডোনা, ক্রয়েফ, পুসকাস, মেসি না রোনালদো? এই প্রশ্নটি নিয়ে বিশ্বের সব দেশের চায়ের কাপে তুফান উঠেছে বারবার। তবে উত্তর মেলেনি। কারণ আবেগ এবং হৃদয় এই প্রশ্নের উত্তরের সঙ্গে জড়িত। কারও কাছে সেরা পেলে, কেউ আবার ম্যারাডোনাকে এক নম্বরে রাখেন। এই সমস্যার সমাধান করতে এগিয়ে এলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণিত বিশেষজ্ঞ টম ক্রফোর্ড। গণিত পদ্ধতি অ্যালগোরিদম ব্যবহার করে তিনি জানিয়ে দিলেন তার গবেষণার ফল। যাতে বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

মোট ৫৩৭ নম্বর পেয়ে শীর্ষস্থান দখল করে নিয়েছেন সিআরসেভেন। দ্বিতীয় স্থানে আছেন লিওনেল মেসি। তার পয়েন্ট ৫০৩। ৪৫৯ নম্বর পেয়ে তৃতীয় স্থান পেয়েছেন পেলে। ৩০৫ পয়েন্টে চতুর্থ পুসকাস। ২৮১ নম্বর নিয়ে পঞ্চম ব্রাজিলের রোনালদো। ২৩৭ নম্বর সংগ্রহ করে হল্যান্ডের মার্কো ফ্যান বাস্তেন ষষ্ঠস্থানে। ২০৭ পেয়ে ডি’স্টিফানো সপ্তম এবং ১৭৭ নিয়ে অষ্টমস্থানে মিশেল প্লাতিনি। তালিকার বাকি দুটি স্থানে দিয়েগো ম্যারাডোনা এবং জোহান ক্রুয়েফ আছেন।

ম্যারাডোনা ভক্তরা তীব্র প্রতিবাদে ফুঁসে উঠবেন এই ফলাফলে। কিন্তু টম ক্রফোর্ড জানান, গাণিতিক বিশ্লেষণের ওপর তার কোনও হাত নেই। এমনকি ব্যালন ডি’ওর জেতেননি বলে ফ্রান্সের সর্বকালের সেরা ফুটবলার জিনেদিন জিদানকে এই বিচারে রাখা হয়নি। যে প্যারামিটারগুলিতে নম্বর দেওয়া হয়েছে সেগুলি হলক্লাব ফুটবলে ভূমিকা, দেশের জার্সি গায়ে পারফরমেন্স, ক্লাব ফুটবলে গোল, আন্তর্জাতিক গোল, ব্যালন ডি’ওর জেতা, একক প্রচেষ্টায় দলকে জেতানোর ক্ষমতা এবং এক্স ফ্যাক্টর।

রোনালদো বিশ্বের সর্বোচ্চ গোলদাতা হলেও, পুসকাসের ৬৩৯ ম্যাচে ৬২৫ এবং পেলের ৬৫৪ ম্যাচে ৬৪৩ গোল এই বিভাগে রোনালদোকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল। কিন্তু রোনালদো দুই কিংবদন্তিকে টেক্কা দেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়েল মাদ্রিদ এবং জুভেন্টাসে তার ভূমিকায়। সাতটি লিগ এবং পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ খেতাব ও পাঁচটি ব্যালন ডি’ওর রোনাণদোকে সেরার সেরা করে। গাণিতিক হিসেব বলছে, ব্যালন ডি’ওর ইউরোপের ফুটবলারদের মধ্যে সীমাবদ্ধ না থেকে সার্বজনীন হলে পেলে সাতবার, ম্যারাডোনা দু’বার জিততেন। তবে অঙ্ক বড়ই জটিল। যা হয়নি তার হিসেব গণিত করে না। যা হয়েছে তার ভিত্তিতেই পর্তুগিজ তারকা বিশ্বের সর্বকালের সেরা। – আজকাল,

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া