adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যে কারণে বলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম

বিনােদন ডেস্ক : বলিউডে অভিনয়ের সুযোগ পেয়েও ফিরিয়ে দিলেন দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তার এমন কাণ্ডে অনেকেই অবাক হবেন, কেউ কেউ বোকা মনে করবেন। কিন্তু যে কারণে তিনি সিনেমাটি ফিরিয়ে দিয়েছেন, সেটি জানলে অবশ্যই তার প্রশংসা করবেন।

জানা গেছে, বলিউডের খ্যাতিমান পরিচালক বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ নামে একটি সিনেমায় অভিনয়ের জন্য মিমকে প্রস্তাব দিয়েছিলেন। যে নির্মাতার হাত ধরে ‘মকবুল’, ‘ইশকিয়া’, ‘কামিনে’, ‘হায়দার’, ‘ওমকারা’র মতো ব্যবসাসফল হিন্দি সিনেমা নির্মাণ হয়েছে, সেই পরিচালকের লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এই লাক্স তারকা।
হিন্দি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়ে যারপরনাই খুশি হয়েছিলেন মিম। ই-মেইলে পাওয়া সেই প্রস্তাব প্রথমে বিশ্বাসই করতে পারেননি তিনি। কিন্তু পরে স্ক্রিপ্ট পড়ে বুঝতে পারেন, এই সিনেমার গল্পে বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে।

এ প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম গণমাধ্যমকে বলেন, ‘ওই সিনেমার স্ক্রিপ্ট পড়ার পর দেখি, এটা রাজনৈতিক ঘারানার গল্প। সেখানে বাংলাদেশকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। বাংলাদেশের রাজনীতি এবং আরও কিছু বিষয়ে সঠিকভাবে না জেনে গল্পটি তৈরি করা হয়েছে। সব কিছু ভেবে মনে হয়েছে, এ ধরনের ভুল উপস্থাপনের কোনো কিছুতে আমার যুক্ত হওয়াটা ঠিক হবে না। আমার পরিচিত কয়েকজনের সঙ্গেও বিষয়টি নিয়ে আলাপ করলে তারাও বলেন, প্রস্তাব ফিরিয়ে দিতে। এরপর বিনয়ের সঙ্গে আমি তাদের না করে দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘প্রথমবার বলিউডের কোনো সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলাম, কিন্তু করতে না পারার একটা দুঃখবোধ তো আছেই। তবে এর চেয়ে আরও ভালো কোনো গল্পে হয়তো সামনে সুযোগ আসবে।’

করোনার কারণে দীর্ঘদিন ঘরবন্দী সময় কাটিয়েছেন বিদ্যা সিনহা মিম। কঠোর বিধিনিষেধ শেষে নতুন সিনেমা ‘অন্তর্জাল’ এর শুটিং শুরু করেছেন এই অভিনেত্রী। দীপঙ্কর দীপনের পরিচালনায় এতে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে হাজির হবেন মিম। তাকে এমন চরিত্রে আগে কখনো দেখা যায়নি। প্রযুক্তি খাত ও সাইবার দুনিয়ায় নারীদের আরও বেশি এগিয়ে আসার অনুপ্রেরণার গল্পে এগিয়েছে সিনেমার কাহিনী।

উল্লেখ্য, দেশের প্রথম সাইবার থ্রিলার ঘরানার সিনেমা ‘অন্তর্জাল’। এর গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্যে আছেন পরিচালক নিজেই। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ, বিদ্যা ‍সিনহা মিম, এবিএম সুমন ও সুনেরাহ বিনতে কামাল। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিতব্য এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া