adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পরীমণিকে মুক্ত করতে টাকা ছাড়া আইনি লড়াই করবেন সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না

বিনােদন ডেস্ক : তৃতীয় দফায় রিমান্ড শেষে আদালতে তোলা হলেও মাদক মামলায় জামিন পাননি ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম পরীমণিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে নায়িকাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

এদিকে পরীর জামিন না হওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন নানা শামসুল হক। তার ভাষ্য মতে- পরী ষড়যন্ত্রের শিকার। তার সঙ্গে যা হচ্ছে, সেটি উচিত নয়।

রোববার (২২ আগস্ট) একটি গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘দেশের আশি ভাগ মানুষ জানে পরীমণিকে হয়রানি করছে। এটা তো আমার কথা না। সবাই তাই বলছে। সবারই একই কথা। অযথা হয়রানি। ষড়যন্ত্র করে তাকে হেনস্তা করছে এটা সবাই বলছে।’

শামসুল হক বলেন, ‘আমার কাছে একদিকে পৃথিবী আরেকদিকে পরী। ওই (পরী) আমার পৃথিবী।’

এর আগে আদালতে পরীকে দেখতে গিয়ে তিনি গণমাধ্যমে জানিয়েছিলেন, ‘নিজের জন্য জীবনে পরীমণি কিছু করেনি। নিজে একটা ফ্ল্যাট কিনে নাই। এফডিসিতে প্রতি বছর গরিবদের জন্য কোরবানি দেয়। মানুষকে দান করে। এখন পরিস্থিতির শিকার হয়ে গেছে। আল্লাহ পাক যদি তাকে মাফ করে।’

পরীর সঙ্গে দেখা করার অপেক্ষায় আদালতের বারান্দায় বসে আছেন নানা শামসুল হক, সঙ্গে নায়িকার খালাতো ভাই
এদিকে চিত্রনায়িকা পরীমণিকে মুক্ত করতে আইনি লড়াইয়ে উচ্চ আদালতে বিনা পয়সায় দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না। তার সঙ্গে থাকবেন সুপ্রিম কোর্টের একদল আইনজীবী। আজ সোমবার (২৩ আগস্ট) আইনজীবী জেড আই খান পান্না গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরীমণির পক্ষে বিনা পয়সায় আইনি লড়াই করব। আমার সঙ্গে একদল আইনজীবী থাকবেন। আইনজীবী দলে রয়েছেন- অ্যাডভোকেট মাক্কিয়া ফাতেমা ইসলাম, অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল, মাহরিন মাসুদ ভূইয়া, আয়েশা আক্তার, রোহানী সিদ্দিকা, রোহানী ফারুক খান, দেবজিৎ দেবনাথ, মশিউর রহমান রিয়াদ, মানবেন্দ্র রায় মণ্ডল, নাজমুস সাকিব, ইয়াসমিন ইতি প্রমুখ।

এর আগে এই আইনজীবী বরগুনার বহুল আলোচিত রিফাত হত্যা মামলার প্রধান সাক্ষী থেকে আসামি হওয়া মিন্নির পক্ষে আইনি লড়াই করে হাইকোর্ট থেকে জামিন করিয়েছিলেন।

উল্লেখ্য, গেলো ৪ আগস্ট পরীমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‍্যাব। অভিযানে নতুন মাদক এলএসডি, মদ ও আইস উদ্ধার করা হয় বলে দাবি করে তারা। পরীর ড্রয়িংরুমের কাবার্ড, শোকেস, ডাইনিংরুম এবং বেডরুমের সাইড টেবিল ও টয়লেট থেকে বিপুল মদের বোতল উদ্ধার করা হয় বলেও দাবি করা হয়। পরদিন বিকেলে পরীমণি, প্রযোজক ও অভিনেতা মো. নজরুল ইসলাম রাজ এবং তাদের দুই সহযোগী আশরাফুল ইসলাম দীপু ও মো. সবুজ আলীকে বনানী থানায় সোপর্দ করে র‍্যাব। পাশাপাশি র‍্যাব বাদী হয়ে রাজধানীর বনানী থানায় পরীমণি ও তার সহযোগী দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে৷

পরীমণির বাসা থেকে উদ্ধার হওয়া মদের বোতল প্রসঙ্গে তার নানা বলেন, ‘খালি বোতল ছিল। মাদকের বোতল কিনা জানি না।’- আরটিভি নিউজ

 

 

 

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া