adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে পর্তুগালের জয়ে আলো ছড়িয়ে যাচ্ছেন বাংলাদেশের নিপু

স্পোর্টস ডেস্ক :গত বৃহস্পতিবার (১৯ আগস্ট) পর্তুগালের হয়ে মাল্টা জাতীয় দলের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক হয় তার। সে ম্যাচে দলের জয়ে বল হাতে রেখেছিলেন বড় ভূমিকা। শনিবার (২১ আগস্ট) জিব্রাল্টার বিপক্ষে জয়েও দারুণ বোলিং করেছেন এক সময় সাকিব আল হাসান, তামিম ইকবালদের সঙ্গে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে খেলা সিরাজুল্লাহ খাদেম নিপু।

এদিন পর্তুগালের আলবারগারিয়ায় ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে জিব্রাল্টারকে ৯৬ রানে হারায় পর্তুগাল। আগে ব্যাট করে ৮ উইকেটে ২১৭ রান তুলে রোনালদোর দেশ। জবাবে ৮ উইকেটে ১২১ রান তুলতে পারে জিব্রাল্টার। বাংলাদেশের নিপু ৪ ওভার বল করে ১ উইকেট নেন মাত্র ৮ রান খরচ করে। ম্যাচে দুই দল মিলেই সবচেয়ে ভালো ইকোনমিক রেট তার। এর আগে ব্যাট হাতে অবশ্য সুবিধা করতে পারেননি। নেমেছিলেন আট নম্বরে। ২ বল খেলে শূন্য রানে আউট হয়ে যান। এর আগে মাল্টাকে হারানো ম্যাচে ৪ ওভারে ২৮ রানে নেন সর্বোচ্চ ২ উইকেট।

উল্লেখ্য, বর্তমানে ৩৩ বছর বয়সী নিপু বাংলাদেশের বয়স ভিত্তিক ও ঘরোয়া ক্রিকেটে নিজের প্রতিভার সাক্ষর রাখতে সক্ষম হয়েছিলেন। জাতীয় দলের পাইপলাইনেও ছিলেন তিনি। ২০০৬ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত অনুষ্ঠিত অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে খেলেছেন মুশফিক রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবালদের সঙ্গে। কিন্তু একটা ইনজুরিতে থমকে যায় নিপুর ক্রিকেট ক্যারিয়ার।

এরপর জীবিকার তাগিদে পাড়ি দেন পর্তুগালে। কাজের ফাঁকে ফাঁকে ক্রিকেট খেলতেন। এভাবেই এখন তিনি পর্তুগাল জাতীয় দলের খেলোয়াড়। – সূত্র, দেশরূপান্তর

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া