adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেসি ও নেইমার ছাড়াই লিগ ওয়ানে পিএসজির আরও একটি জয়

স্পোর্টস ডেস্ক : ফরাসি লিগ ওয়ানে শুক্রবার রাতে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে ছাড়া আরও একটি ম্যাচে মাঠে নামল পিএসজি। এদিন ব্রেস্তের বিপক্ষে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত ৪-২ গোল ব্যবধানে জিতে নিয়েছে পিএসজি। চলতি মৌসুমে লিগে এটি তাদের টানা তৃতীয় জয়।

ব্রেস্তের বিপক্ষে ফরাসি ক্লাবটির জার্সিগায়ে মেসির অভিষেক হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে শোনা যায় ভিন্ন কথা। দলীয় কোচ মাউরিসিও পচেত্তিনোর মতে সাবেক বার্সা তারকাকে মাঠে নামানোর সময় এখনো হয়নি। এদিন মেসির পাশাপাশি মাঠে নামেননি নেইমারও।
মেসি ও নেইমারকে ছাড়া খেলতে নেমে ম্যাচের ২৩তম মিনিটে এন্ডার হেরেইরার গোলে এগিয়ে যায় পিএসজি। এরপর ৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন কিলিয়ান এমবাপ্পে। এরপর বিরতিতে যাওয়ার আগে ফ্রাঙ্ক হোনোরটের গোলে ২-১ ব্যবধান নিয়ে প্রথমার্ধ শেষ করে ব্রেস্ত।

দ্বিতীয়ার্ধের খেলায় রোমাঞ্চ এনে দেয় তুলনামূলক কম শক্তিশালী দলটি। কিন্তু তারা খেয়ে বসে আরও একটি গোল। ৭৩তম মিনিটে সেনেগালের তারকা ফুটবলার গেয়ির বুলেট গতির শটে ব্যবধান ৩-১ হয়। ৮৫তম মিনিটে আবার ব্যবধান কমিয়ে ম্যাচ জমিয়ে তুলে ব্রেস্ত। প্রতি আক্রমণ থেকে ফেভারের ক্রস বুক দিয়ে নামিয়ে নিচু শটে ঠিকানা খুঁজে নেন মুনিয়ে। ঠেকাতে পারেননি নাভাস।

তবে শেষ পর্যন্ত ম্যাচে ফেরা হয়নি তাদের। অন্যদিকে ৯০তম মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়া গোল করলে শেষ পর্যন্ত ৪-২ গোল ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা। – গোল ডটকম

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া