adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সুনিল গাভাস্কারের কটাক্ষ, ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড আসলে দু’জনের টিম

স্পোর্টস ডেস্ক : সোমবার (১৬ আগস্ট) রাতে অবিশ্বাস্য জয় পেয়েছে ভারত। চতুর্থ দিনের শেষে যে দলটা ১৮১ রানে ৬ উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে গিয়েছিল, তারাই সোমবার ১৫১ রানে ইংল্যান্ডকে উড়িয়ে দেয়।

বিরাট কোহলির ভারতকে নিয়ে সবব সময় কটাক্ষ করে থাকেন প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক মাইকেল ভন। লর্ডসে ইংল্যান্ডকে ১৫১ রানে ভারত গুড়িয়ে দেওয়া পর পাল্টা কটাক্ষ করলেন সুনীল গাভাস্কার। তিনি চাঁচাছোলা ভাষাতেই বলে দিলেন, ইংল্যান্ডের টিমে মাত্র দু’জন প্লেয়ার রয়েছেন। তাই বাকি তিন টেস্টেও ভারতেরই জেতা উচিত।

গাভাস্কার এই দু’জন প্লেয়ার বলতে ইংল্যান্ডের অধিনায়ক জো রুট এবং তারকা বোলার জেমস অ্যান্ডারসনের উল্লেখ করেছেন। একটি টিভি চ্যানেলে গাভাস্কার বলেছেন, ইংল্যান্ড হল দু’জনের টিম। শুধুমাত্র জো রুট এহং দিমি অ্যান্ডারসনের টিম। যারা খেলছেন, সকলের প্রতি সম্মান রেখেই বলছি, এটা ঠিকঠাক টেস্ট টিম নয়।

এরই সঙ্গে তিনি যোগ করেছেন, ইংল্যান্ডের কৌশল ভয়ঙ্কর। ওপেনিং ব্যাটসম্যানদের টেকনিক হাস্যকর। ৩ নম্বরে খেলতে নেমে হাসিব হামিদ রীতিমতো নার্ভাস ছিলেন। তাই জো রুটের উপরেই ভরসা করতে হয়। জনি বেয়ারস্টো যদি খেলে ঠিক আছে, নয়তো কিছুই নয়। বাটলার, একজন চমৎকার সাদা বলের প্লেয়ার। কিন্তু টেস্টে ও কতটা যোগ্য, সেটা বলতে পারব না। – জি নিউজ

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া